30 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ঝালকাঠিতে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বহিষ্কার ১ শিক্ষার্থী, অব্যাহতি ৪ শিক্ষক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি জেলার নলছিটি ও কাঠালিয়া উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই একজন পরীক্ষার্থীকে বহিষ্কার এবং দায়িত্বে অবহেলার অভিযোগে চারজন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত বাংলা প্রথম পত্রের পরীক্ষায় নলছিটি উপজেলার হদুয়া বৈশাখীয়া ফাজিল মাদরাসা কেন্দ্রের মো. ইয়াসিন নামে এক শিক্ষার্থীকে অসদুপায় অবলম্বন করার কারণে বহিষ্কার করেন কেন্দ্র সচিব মো. আব্দুর রব।

অন্যদিকে, নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে তিন শিক্ষককে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পাওয়া শিক্ষকদের মধ্যে নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফসানা শারমিন, নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষক জুয়েল রানা এবং প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমান রয়েছেন।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, “আমরা একটি স্বচ্ছ ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের জন্য বদ্ধপরিকর। এক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। একজন শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করায় তাকে বহিষ্কার করা হয়েছে এবং দায়িত্বে অবহেলা করার কারণে তিন শিক্ষককে পরীক্ষার কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

এদিকে, কাঠালিয়া উপজেলার আমুয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ১০ নম্বর কক্ষে দায়িত্ব পালনকালে গাফিলতির অভিযোগে শিক্ষক ভবতোষ রায়কেও অব্যাহতি দেওয়া হয়। এই সিদ্ধান্তটি পর্যবেক্ষণ করে বরিশাল শিক্ষা বোর্ডের টিম লিডার অধ্যক্ষ মো. রুহুল আমিন বেপারী তাৎক্ষণিকভাবে নেন।

কেন্দ্র সচিব মো. শামীম মোল্লা নিশ্চিত করেন, “ভবতোষ রায় চলতি এসএসসি ২০২৫ পরীক্ষার বাকি সময় আর কোনো পরীক্ষার দায়িত্বে থাকতে পারবেন না।”

এছাড়া, নলছিটি উপজেলায় এবছর ৯টি কেন্দ্রের মাধ্যমে মোট ৩ হাজার ৭৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ৫১ জন পরীক্ষার্থী প্রথম দিনে অনুপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগে জাতিসংঘকে আহ্বান প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক জাতিসংঘকে বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি...