26 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

হিলিতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
কৌশিক চৌধুরী হিলি, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে শিশু ও কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ শিশু নিকেতন ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ছবি: কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধি

উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিযোগিতা তদারকি করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ মোনতাসির মামুন, একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, উপজেলা পরিষদ শিশু নিকেতন ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন, দক্ষিণ বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হক টুকু, চিত্রা অঙ্কন বিদ্যালয়ের শিক্ষক মোঃ এনামুল হক সহ অনেকে।
এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

ছবি: কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধি

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আজকের এই চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিশু ও কিশোরদের মাঝে আজ (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে বলে জানান তিনি।

- Advertisement -spot_img
সর্বশেষ

ভৈরবে সালিসি বৈঠকে হামলায়, নিহত ১

এম.এ. কিবরিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন...