Your Ads Here 100x100 |
---|
মোঃ সাব্বির হোসেন, বানারীপাড়া, বরিশাল প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় মাদরাসা শিক্ষার্থী হাফেজ আল-ইয়াসিন হত্যা মামলার ১ নং আসামীকে গ্রেফতার করা হয়েছে।
উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আল-ইয়াসিন (১৪) হত্যা মামলার আসামী শিক্ষক মো. রায়হান হাওলাদারকে (২৬) গত শনিবার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর মিরপুর শাহআলী এলাকা থেকে থেকে র্যাব-পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) সকালে বানারীপাড়া থানা থেকে তাঁকে বরিশাল জেলহাজতে পাঠানো হয়। মাদরাসা শিক্ষার্থী হাফেজ আল-ইয়াসিন হত্যাকান্ডের প্রায় ৭ মাস পর তাকে গ্রেফতার করা হয়। ইয়াসিন বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের বড় চাউলাকাঠি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। সৈয়দকাঠির আউয়ার দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের ২৪ পারা পর্যন্ত কোরআন শরিফ আয়ত্ত করেছিল ইয়াসিন।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর দুপুরে মাদ্রাসা থেকে ইয়াসিন নিখোঁজ হয়। পরে তার মাকে ফোন করে অধ্যক্ষ আব্দুর রব মিয়া জানান, ইয়াসিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজের পরের দিন বিকেলে আউয়ার এলাকায় কবির মোল্লার স্ব-মিলের পাস থেকে ইয়াসিনের মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী এবং স্কুলের এক শিক্ষার্থীর বক্তব্য অনুযায়ী বিষয়টি সন্দেহের সৃষ্টি হয়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ঐ শিক্ষার্থীর বক্তব্যকে কেন্দ্র করে ইয়াসিনের মৃত্যু নিয়ে রহস্য আরো ঘনীভূত হলে এলাকাবাসী হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
মৃত্যুর ৯ দিন পর তার বড় ভাই আল-রুম্মান (২১) বাদী হয়ে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রব মিয়া (৫৫), তাঁর ছেলে সাইফুল্লাহ (২৪), শিক্ষক মো. রায়হান (২৬) হাওলাদার, আহমাদুল্লাহ আহম্মদ (২৫) ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলমগীর হাওলাদার (৫৫) কে আাসামী করে বানারীপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।