25 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

শিবপুরে উপজেলা প্রশাসনের নানা আয়োজনে বর্ষবরণ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আতাবুর রহমান সানি, শিবপুর,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি জমকালো র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাপ্ত হয়। র‍্যালীতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ছাত্রছাত্রী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালী শেষে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোসা: ফারজানা ইয়াসমিন। ইউএনও ফারজানা ইয়াসমিন তাঁর বক্তব্য বলেন, বাংলা নববর্ষের ঐতিহ্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে বলেন, “বৈশাখ আমাদের সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক। এ দিনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মু আব্দুর রহিম, শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ আফজাল হোসাইন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও জাহাঙ্গীর, সমাজসেবা অফিসার এম আবু রায়হান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক,শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুদ্দিন মোহাম্মদ আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...