Your Ads Here 100x100 |
---|
মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা বর্ষবরণ ১৪৩২। আজ (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ১৩৪২’ বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রার মধ্য দিয়েই শুরু হয় বর্ষবরণ উৎসবের আনুষ্ঠানিকতা। এতে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য, জনপ্রতিনিধি, সংবাদকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি ছিল অত্যন্ত রঙিন ও প্রাণবন্ত। বাদ্যযন্ত্র, ফেস্টুন, মুখোশ, পটচিত্র ও নানা ঐতিহ্যবাহী উপকরণ নিয়ে অংশগ্রহণকারীরা উৎসবের আমেজ ছড়িয়ে দেন পুরো উপজেলায়।
বর্ষবরণ উপলক্ষে শোভাযাত্রার পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। স্থানীয় শিল্পীরা নৃত্য, সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ্র বলেন, “এই বছর বৈচিত্র্যপূর্ণভাবে ও সর্বজনীন অংশগ্রহণের মাধ্যমে বর্ষবরণ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। উপজেলাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আয়োজন প্রাণবন্ত হয়ে উঠেছে।”
পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবের আমেজ ও বাঙালিয়ানার ছাপ। স্থানীয়রা জানান, এমন আয়োজনে অংশ নিয়ে তাঁরা নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুনভাবে মিশে যেতে পেরেছেন।