30 C
Dhaka
শনিবার, মে ৩, ২০২৫

ডিবি প্রধানের বদলিতে মডেল মেঘনার ঘটনার সম্পৃক্ততা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

ডিবি প্রধান রেজাউল করিম মল্লিকের বদলি একটি রুটিন প্রক্রিয়া, এতে মডেল মেঘনা আলমের ঘটনার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। মেঘনার গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, “মডেল মেঘনাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়নি। তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আদেশে গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনা বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন, তাই এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সমীচীন নয়।”

আইন উপদেষ্টার মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইন উপদেষ্টা কোন প্রেক্ষাপটে মন্তব্য করেছেন, তা আমরা জানি না। সেটি তাকে জিজ্ঞেস করাই সঠিক হবে। আমরা এমন কোনো বক্তব্য পাইনি যে তিনি এই কারণে তা বলেছেন। আপনার প্রশ্ন থেকে উত্তর দিলে প্রেক্ষাপট না জেনে সঠিক উত্তর দেওয়া সম্ভব নয়।”

বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনার গ্রেপ্তার নিয়ে চলমান সমালোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে খোদা বখস বলেন, “এই আইন ব্যবহৃত হচ্ছে। শুধু মেঘনার ক্ষেত্রেই নয়, অন্যান্য ক্ষেত্রেও এই আইন প্রয়োগ করা হয়েছে। এটি বেআইনি কিছু নয়।”

তিনি আরও বলেন, “একটি ঘটনা ঘটেছে, একটি অভিযোগ এসেছে—এটি নিয়ে তদন্ত চলছে। বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন, তাই এ নিয়ে মন্তব্য করা উচিত নয়। আমরা আদালতের রায়ের অপেক্ষায় আছি।”

খোদা বখস চৌধুরী বলেন, “একটি বিষয় নিশ্চিতভাবে বলা যায়—প্রচলিত আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে কারো প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি। হাইকোর্টে বিষয়টি বিচারাধীন এবং আমরা যথাযথভাবে জবাব দেব। সব তথ্যই সময়মতো পাওয়া যাবে, আগাম কোনো আলোচনা ঠিক নয়।”

উল্লেখ্য, ‘মিস আর্থ বাংলাদেশ ২০২০’-এর বিজয়ী মডেল মেঘনা আলমকে ঢাকায় তার বাসা থেকে গ্রেপ্তার করার দুই দিন পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আদালত তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: শফিকুল আলম

নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশকে একটি ‘ম্যানুফ্যাকচারিং হাব’ হিসেবে গড়ে তোলা। এই বিষয়টি প্রসঙ্গে...