30 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আদমদীঘিতে বর্ণিল আয়োজনে নববর্ষ উদযাপন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আদমদীঘি, বগুড়া প্রতিনিধি:

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৪ই এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের নেতৃত্বে শোভাযাত্রাটি আদমদীঘির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পান্তা খাওয়ার আয়োজন এবং নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য মঞ্চায়িত হয়।

শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, পালকি, মাছ, বাঘ, লাঙল, মাছ ধরার পলি, তাল পাখা, মাটির তৈরি বাসনসহ বিভিন্ন বর্ণের বেলুন ফেস্টুন ও মাথাল শোভাযাত্রাকে বর্ণিল করে তোলে।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা,আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, সাধারন সম্পাদক গোলাম রব্বানী, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এদিকে সান্তাহার পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর যুবদল কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

- Advertisement -spot_img
সর্বশেষ

বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগে জাতিসংঘকে আহ্বান প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক জাতিসংঘকে বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি...