30 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

কোম্পানীগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে এককালীন আর্থিক সহায়তা ও চেক বিতরণ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
রমজান আলী, কোম্পানীগঞ্জ, নোয়াখালী প্রতিনিধি:

জীবন মান উন্নয়নের লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে হীড বাংলাদেশ এনজিও বসুরহাট শাখার উদ্যোগে গরীব ও অসহায় ১১ পরিবারকে এককালীন আর্থিক সহায়তা ও মেধাবী শিক্ষার্থী ১ জনকে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৩টায় হীড বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট শাখার কার্যালয়ে এ আর্থিক সহায়তা ও উপবৃত্তি প্রদান করা হয়। আর্থিক সহায়তা হিসেবে ১১জনকে এককালীন ৪৩হাজার টাকা প্রদান করা হয়েছে। এদের মধ্যে ৫ জনকে ৫ হাজার ও ৬ জনকে ৩ হাজার টাকা এবং ১ জনকে শিক্ষাবৃত্তি হিসেবে ২ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

চেক বিতরণকালে উপস্থিত ছিলেন- নোয়াখালী আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ দীল ইসলাম, আঞ্চলিক হিসাব রক্ষক মোঃ লিমন, কোম্পানীগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান, শাখা হিসাব রক্ষক-সুব্রত দেব ভাওয়ালী, ঋণ কর্মকর্তা- সনিয়া আক্তার, সনিয়া, রাজীবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও এনজিও, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শিক্ষা উপবৃত্তি পেয়ে আশিক বলেন, উপবৃত্তি পেয়ে আনন্দিত এবং উচ্চ শিক্ষা অর্জনে এ আর্থিক সহায়তা বড়ই ভূমিকা রাখবে। উপস্থিত ব্যক্তিরা এমন উদ্যোগে প্রশংসা করেন।

নোয়াখালী আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ দীন ইসলাম বলেন, আমরা গরীব ও অসহায় ১১টি পরিবারকে এককালীন আর্থিক সহায়তা ও ১জনকে উচ্চশিক্ষার জন্য উপবৃত্তি প্রদান করেছি।

তিনি আরও বলেন, প্রতিমাসে উপবৃত্তি হিসেবে ২হাজার টাকা করে প্রদান করা হবে একজনকে এবং তার পড়ালেখা শেষ না হওয়া পর্যন্ত সে বৃত্তি পাবে। সর্বদা হীড বাংলাদেশ আপনাদের পাশে আছে, পাশে সাথে থাকবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

আ. লীগের মিছিল বন্ধ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা— স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভবিষ্যতে আওয়ামী লীগের মিছিল নিয়ন্ত্রণ করতে না পারলে পুলিশের...