26 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

কিশোরগঞ্জে অটোরিক্সার ধাক্কায় তরুনী নিহত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
রকি হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া বনানী মোড়ে একটি বেপরোয়া ব্যাটারিচালিত অটোর ধাক্কায় উর্মি (১৮) নামের এক তরুণী নিহত হয়েছেন।
মঙ্গলবার, ১৫ এপ্রিল সেলাই কাজ শেখার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন। পথে দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোর ধাক্কায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

উর্মির পরিবার জানায়, সে স্বপ্ন দেখতো সেলাই কাজ শিখে পরিবারের অভাব ঘোচাবে ও অর্থনৈতিকভাবে সচ্ছলতা নিয়ে আসবে। কিন্তু সেই স্বপ্ন এখন এক নির্মম দুর্ঘটনায় শেষ হয়ে গেল।

এলাকাবাসী ও জেলা সচেতন নাগরিক সমাজ মনে করেন, ব্যাটারি চালিত অটোর চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল এই ধরনের প্রাণহানির জন্য দায়ী। তারা আরও অভিযোগ করেন, প্রশাসন এবং অটো রিকশা মালিক সমিতি এসব ঘটনায় কার্যত নীরব সমর্থন দিয়ে যাচ্ছে।

ঘটনার পর অটো রিকশা মালিক সমিতির কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

নিহতের পরিবার জানিয়েছে, তারা কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করবেন না। তবে সচেতন নাগরিক সমাজ এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও অবৈধভাবে অটো চালানো বন্ধে প্রশাসনের জোরালো ভূমিকা কামনা করেছেন।

এ বিষয়ে জানতে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, অভিযুক্ত অটো চালককে আটকের চেষ্টা চলছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

সব ধরনের জালানির দাম কমলো ১ টাকা

নিউজ ডেস্ক আগামীকাল থেকে সব ধরনের জ্বালানি তেল — ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোল — এর দাম গত মাসের চেয়ে...