Your Ads Here 100x100 |
---|
কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধি:
ভারত থেকে চাল আমদানির শেষ দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৩২৫৭ মেঃ টন চাল আমদানি হয়েছে। অন্য দিকে দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে ‘সুতা’ আমদানি বন্ধের গেজেট প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভারত থেকে চাল আমদানির সময় বৃদ্ধি না করা হলে এর প্রভাব পড়বে দেশের বাজারে বলে জানান বন্দরের ব্যবসায়ীরা।
গত মঙ্গলবার (১৫ এপ্রিল) ভারত থেকে চাল আমদানির শেষ দিনে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৮০টি পণ্যবাহী ট্রাকে ৩২৫৭ মেঃ টন ৭৫০ কেজি চাল আমদানি হয়েছে।
হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক মো: মোস্তাক হোসেন জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক গতকাল ১৫ এপ্রিল ভারত থেকে চাল আমদানির শেষ দিন ছিলো। ভারত থেকে চাল আমদানির সময় বৃদ্ধি না করা হলে দেশের বাজারে প্রভাব পড়বে বলে মনে করেন তিনি। সরকারের রাজস্ব ঘাটতির পাশাপাশি ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হবে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, বন্দরের ব্যবসায়ীরা ভারত থেকে চাল আমদানির এলসি ও ওপারে স্লট বুকিং দিয়েছে ইতিমধ্যে। আজ শেষ দিনে সব গাড়ি প্রবেশ করতে না পারে এবং ভারতের ওপারে পাইপ লাইনে গাড়ি আটকা থাকলে ব্যবসায়ীরা আরও ক্ষতিগ্রস্ত হবে।
হিলি বন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক জানান, সরকারের সিদ্ধান্ত মোতাবেক গতকাল (১৫এপ্রিল) মঙ্গলবার পর্যন্ত দেশে চাল আমদানির শেষ দিন ছিলো। ভারত থেকে চাল আমদানির সময় বৃদ্ধির জন্য ইতিমধ্যে ব্যবসায়ীরা আবেদন করলেও আজ সন্ধ্যা পর্যন্ত সময় বৃদ্ধির কোন চিঠি পাওয়া যায়নি। ভারত থেকে চাল আমদানি বন্ধ হলে সরকারের রাজস্ব ঘাটতির পাশাপাশি দেশের বাজারে এর প্রভাব পড়বে বলে মনে করেন তিনি।
তিনি আরও জানান, আজ ভারত থেকে চাল আমদানির শেষ দিনে হিলি স্থলবন্দর দিয়ে ৮০টি ভারতীয় পণ্যবাহী ট্রাকে ৩২৫৭ মেঃ টন ৭৫০ কেজি চাল আমদানি করা হয়েছে। আমার জানা মতে, ব্যবসায়ীরা তাদের এলসিকৃত চাল ভারত থেকে আমদানি শেষ করেছে। ভারতের ওপারে পাইপ লাইনে কোন গাড়ি আছে বলে আমার জানা নেই।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম জানান, ভারত থেকে চাল আমদানির গতকাল শেষ দিন ছিলো। সন্ধ্যা পর্যন্ত চাল আমদানির সময় বৃদ্ধির কোন চিঠি আমরা পাইনি। তবে সময় বৃদ্ধি করা হবে বলে মনে হচ্ছে না।
তিনি আরও জানান, গকাল ১৫ এপ্রিল থেকে বেনাপোল, ভোমরা, বুড়িমারী সহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধের গেজেট প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ভারত থেকে চাল আমদানি বন্ধ হলে সরকারের রাজস্ব ঘাটতি হবে বলে জানান তিনি।
উল্লেখ: গত ১৪ এপ্রিল সোমবার হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ২০১ টি ট্রাকে প্রায় ৮৪৫০ মেঃ টন চাল আমদানি হয়েছে বলে জানা গেছে।