Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্ক
খবরের দেশের বিশেষ শো ‘লা দিদারিজম’ নিয়ে আসছেন চলচ্চিত্র নির্মাতা মাহমুদ দিদার। বিনোদন অঙ্গনের তারকাদের নিয়ে সাজানো হয়েছে এই বিশেষ আয়োজন যা সঞ্চালনা করেছেন মাহমুদ দিদার নিজেই। এই বিশেষ শো লা দিদারিজমের সূচনা পর্বে অতিথি হয়ে আসছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলা সংগীতশিল্পী আরজীন কামাল।

বিদেশের মাটিতে বসেও যিনি বাংলা গানের প্রতি আবেগ থেকে সৃষ্টি করে যাচ্ছেন একের পর এক জননন্দিত বাংলা গান। তার ‘কালাকালা’ গানটি বর্তমানে দর্শক শ্রোতাদের জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। তার এই গানটি বর্তমানে ইউটিউব ট্রেন্ডিং এ রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় তার কালাকালা গানটির সাথে নাচ-গান করে রিলস, শর্ট ভিডিও আপলোড করছেন নেটিজেনরা, ব্যাবহার হচ্ছে হ্যাশট্যাগ কালাকালা। সম্প্রতি খবরের দেশের স্টুডিও তে এসেছিলেন আরজীন শুনিয়েছেন তার গানের সামনের ও পেছনের গল্প।

আর সে গল্প, গান আর আড্ডায় ভরপুর এই বিশেষ শো টি দেখতে হলে চোখ রাখতে হবে খবরের দেশের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ও খবরের দেশ বিনোদন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।