30 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মোটিফ শিল্পীর বাড়িতে অগ্নিসংযোগ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বাংলা নববর্ষের ‘আনন্দ শোভাযাত্রা’য় মোটিফ নির্মাতা শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় মঙ্গলবার রাতের এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শিল্পী মানবেন্দ্র ঘোষ পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় একটি বাঘের মোটিফ নির্মাণ করেছিলেন। তবে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হয় যে, তিনি ‘ফ্যাসিবাদের প্রতিকৃতি’ নামে যে মোটিফটি তৈরি করেছেন, তার মুখাবয়ব নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ—এমন দাবি থেকে বিতর্কের সূচনা হয়।

পহেলা বৈশাখের মোটিফ নির্মাণকারী শিল্পীর বাড়িতে আগুন, তদন্ত করছে প্রশাসন
পহেলা বৈশাখের মোটিফ নির্মাণকারী শিল্পীর বাড়িতে আগুন, তদন্ত করছে প্রশাসন

উল্লেখ্য, পহেলা বৈশাখের আগের দিন ভোরে প্রথম নির্মিত মোটিফটিতে অজ্ঞাত এক ব্যক্তি আগুন ধরিয়ে দিলে তা পুড়ে যায়। পরে শিল্পীরা আরেকটি মোটিফ তৈরি করেন, যা শোভাযাত্রার অগ্রভাগে স্থান পায়।

ঘটনার প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জানান, মানবেন্দ্র ঘোষের বাড়িতে হামলার ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তিনি লেখেন, “গত কয়েকদিন ধরে বিতাড়িত আওয়ামী লীগের অনলাইন অনুসারীরা মানবেন্দ্র ঘোষকে আক্রমণের জন্য উসকানি দিয়ে আসছিলেন, তাদের ভাষ্যমতে ‘হাসিনার এফিজি বানানোর অপরাধে’। এ ধরনের উসকানিদাতাদের আইনের আওতায় আনা হবে।”

পহেলা বৈশাখের মোটিফ নির্মাণকারী শিল্পীর বাড়িতে আগুন, তদন্ত করছে প্রশাসন
পহেলা বৈশাখের মোটিফ নির্মাণকারী শিল্পীর বাড়িতে আগুন, তদন্ত করছে প্রশাসন

মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানিয়েছেন, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কাজ চলছে। কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ফেসবুকে নিজের পুড়ে যাওয়া বাড়ির ছবি শেয়ার করে মানবেন্দ্র ঘোষ লিখেছেন, “সকলের কল্যাণ হোক।”

মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানিয়েছেন, তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাড়িটি জেলা প্রশাসনের পক্ষ থেকে পুনর্নির্মাণ করা হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ইত্তেফাকে বিসিবির আইনি নোটিশ

স্বেচ্ছাচারিতা ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলে প্রকাশিত প্রতিবেদন ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদপত্র ‘দৈনিক ইত্তেফাক’-এর...