26.5 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

কোম্পানীগঞ্জে শারীরিক প্রতিবন্ধী ধর্ষিত, ধর্ষক গ্রেফতার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
রমজান আলী, কোম্পানীগঞ্জ, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এব্যাপারে থানায় মামলা করা হয়েছে, ধর্ষক রোমানকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল বিকেল ৫টায় উপজেলার রামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা প্রতিবন্ধী কিশোরীকে তার মা পাশ্ববর্তী বাড়ির চাচীকে ডাকতে পাঠায়। কিশোরী তার চাচীকে ডাকতে গেলে ঘরে একা পেয়ে চাচাতো ভাই রোমান (৩৫) তাকে ধর্ষণ করে। এঘটনায় কিশোরীর মা গত ১৫ এপ্রিল মঙ্গলবার রাতে নারী ও শিশু নির্যাতন ধমন আইনে ৯/১ ধারায় কোম্পানীগঞ্জ থানায় মামলা রুজু করে। রোমান রামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছালা উদ্দিনের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিমল কর্মকারের নেতৃত্বে রাতেই অভিযুক্ত রোমান হোসেনকে রামপুর এলাকা থেকে গ্রেফতার করে।
এব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ গাজী ফৌজুল আজীম জানান, ভুক্তভোগী কিশোরীকে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামী রোমানকে আদালতের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

হাসিনা পালানোর পর প্রথমে ঢুকেছিলাম সংসদ ভবনে : ইব্রাহিম খলিল

খবরের দেশ ডেস্ক : হাসিনা পালানোর পর প্রথমে ঢুকেছিলাম সংসদ ভবনে। সেখানে অনেকক্ষণ থাকার পর তারপর রওনা দিলাম গণভবনের দিকে।...