25 C
Dhaka
শুক্রবার, মে ২, ২০২৫

কোনো অবস্থাতেই নির্বাচন জুন অতিক্রম করবে না: আসিফ নজরুল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক:

আগামী জাতীয় নির্বাচন কোনো অবস্থাতেই সামনের বছর জুন মাস অতিক্রম করবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক বিফ্রিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে এ বিফ্রিংয়ের আয়োজন করা হয়।

আসিফ নজরুল বলেছেন, “ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের আয়োজন করা হবে। অকারণে ক্ষমতায় থাকার ইচ্ছা আমাদের নেই।”

“প্রধান উপদেষ্টা ক্যাটেগরিকালি বলেছেন, কোনো অবস্থাতেই নির্বাচন জুন অতিক্রম করবেনা। অযথা কালক্ষেপণ করার ইচ্ছা আমাদের নেই। আমরা বলেছি, আশঙ্কার কোনো কারণ নেই,” যোগ করেন তিনি।

তিনি বলেন, বিএনপি জানতে চেয়েছে, যদি শেষ পর্যন্ত সংস্কার বাস্তবায়নই হয়, তবে দেরির প্রয়োজন কী?

“আমরা তাদের ব্যাখ্যা করেছি, জুলাই সনদ চূড়ান্ত হলেও প্রয়োজনীয় আইন ও নীতিগত পদক্ষেপ বাস্তবায়নে কিছুটা সময় লাগে।”

তিনি আরও বলেন, জনগণ চায়, এই অন্তর্বর্তী সরকার তার মেয়াদে বিচার নিশ্চিত করুক।

“এত প্রাণ ঝরেছে, ৫০ থেকে ৬০ হাজার মানুষ আহত হয়েছেন। তাদের জন্য বিচার নিশ্চিত করা এই আন্দোলনের প্রধান দাবিগুলোর একটি।”

“আমরা যদি কোনো বিচার নিশ্চিত না করে কেবল একটি নির্বাচন দিয়েই বিদায় নিই, তবে জনগণ কিংবা নিজেদের কাছে কী জবাব দেব? তাই সংস্কার, বিচারপ্রক্রিয়া ও সরকারের নেওয়া কয়েকটি উদ্যোগের ওপর ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময়সীমা নির্ভর করছে।”

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘আলোচনায় তারা সন্তুষ্ট নন’ এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় নাজরুল বলেন, “আমাদের মনে হয়েছে, তারা আমাদের ব্যাখ্যা বুঝেছেন। আমার কাছে মনে হয়েছে, তারা সন্তুষ্ট। আমাদের কাছে তাদেরকে সন্তুষ্ট বলেই মনে হয়েছে।”

এদিকে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনার বাইরে এক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় আমরা সন্তুষ্ট নই।”

“প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা বলেছি, ডিসেম্বর নির্বাচনের কাট অফ সময়,” যোগ করেন তিনি।

- Advertisement -spot_img
সর্বশেষ

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আয়োজিত...