30 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় বিএনপির অসন্তোষ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় বিএনপি সন্তুষ্ট নয়।

বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় পৌনে দুই ঘণ্টার বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ উপস্থাপন করেননি। তিনি শুধু ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের সম্ভাবনার কথা জানিয়েছেন। আমরা পরিষ্কারভাবে জানিয়েছি, আমাদের কাট-অফ টাইম ডিসেম্বর।”

তিনি আরও বলেন, “আমরা বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।”

বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।

এর আগে নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সমকালকে বলেন, “গণতন্ত্রের পথে যাত্রা করে উল্টো পথে হাঁটার কোনো সুযোগ নেই। নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি—এ কেমন আচরণ? যখনই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি তোলা হয়, তখনই দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটে, যা গণতন্ত্রের জন্য ভালো নয়।”

কাল ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। দুপুর ৩টায় জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। গত ২৩ মার্চ কমিশনে সংস্কার-সংক্রান্ত মতামত জমা দেওয়ার পর এটি হবে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

এর আগে ৬ মার্চ ঐকমত্য কমিশন সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে ৩৭টি রাজনৈতিক দল ও জোটের কাছে গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের একটি ‘স্প্রেডশিট’ পাঠায়।

- Advertisement -spot_img
সর্বশেষ

অবৈধ বাংলাদেশি’ শনাক্তকরণ অভিযানে আটক অধিকাংশই ভারতীয় মুসলিম

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে গুজরাটে সম্প্রতি শুরু হওয়া ‘অবৈধ বাংলাদেশি’ শনাক্তকরণ অভিযানে রাজ্য পুলিশ এখন পর্যন্ত সাড়ে ছয়...