Your Ads Here 100x100 |
---|
নিউজ ডেস্ক
২০২৬ সালের রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক—এমনটাই চায় বাংলাদেশ জামায়াতে ইসলামি। ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দুই উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ও অ্যান্ড্রু হেরাপের সঙ্গে এক বৈঠকে দলটির আমির ডা. শফিকুর রহমান এই অবস্থান জানান।
বুধবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জামায়াত আমির বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তিনি তার প্রতিশ্রুতিতে অটল আছেন কি না, সেটি জামায়াত পর্যবেক্ষণ করছে। তবে আমাদের মত হলো, আগামী বছরের রমজানের আগেই নির্বাচন হওয়া উচিত। জুন পর্যন্ত গড়ালে ঝড়-বর্ষা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়বে, যার ফলে নির্বাচনে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে। তাই রমজানের আগেই নির্বাচন হওয়া সময়োপযোগী হবে।”
উল্লেখ্য, ২০২৬ সালের ২০ ফেব্রুয়ারির দিকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈঠকে আওয়ামী লীগের প্রসঙ্গও ওঠে আসে। জামায়াত আমির বলেন, “জাতি এখনও ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। বহু আহত এখনো হাসপাতালে চিকিৎসাধীন। জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবার এখনো শোকে স্তব্ধ। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন। তবে জামায়াত সুষ্ঠু বিচারই চায়।”
বৈঠকে জামায়াত তাদের রাজনৈতিক অবস্থান তুলে ধরে জানায়, তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি চায়।
তিনি আরও জানান, “যুক্তরাষ্ট্রের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, সম্ভাব্য নির্বাচনকাল, প্রত্যাশিত সংস্কার, জামায়াতের অর্থনৈতিক ও কূটনৈতিক নীতি, আঞ্চলিক বিষয়ে দলের দৃষ্টিভঙ্গি, সংখ্যালঘু ও নারী অধিকার এবং শ্রমিক অধিকার বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন। এসব বিষয়ে তাদের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে।”
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন, যদিও তা আপাতত ৯০ দিনের জন্য স্থগিত রয়েছে। এ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “শুল্ক আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছি। সরকারও অনুরূপ আবেদন করেছে। বাংলাদেশ একটি সংকটময় সময় পার করছে। আশা করি যুক্তরাষ্ট্র বিষয়টি মানবিকভাবে বিবেচনা করবে।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী গণতান্ত্রিক রীতি ও নীতিতে বিশ্বাসী। দলীয়ভাবে যেমন গণতন্ত্রের চর্চা করি, তেমনি দেশের শাসন ব্যবস্থাতেও সে চর্চা প্রতিষ্ঠা করতে চাই। এই বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের অবহিত করা হয়েছে।”
বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও উপস্থিত ছিলেন।