26.3 C
Dhaka
বুধবার, আগস্ট ১৩, ২০২৫

আসছে জংলি সিয়াম

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বিনোদন ডেস্ক:

‘চুপ ছিলাম দেখে ভাবিস না ‘জংলি’ তোদের ভুলে গেছে। ‘জংলি’ আসছে হুংকার নিয়ে।’ বেলা ১টার দিকে স্পেশাল অ্যানাউন্স ঘোষণা দেওয়ার পোস্টারের ক্যাপশনে এটাই লেখেন নায়ক সিয়াম আহমেদ, পরিচালক এমন রাহিম ও জংলি সিনেমার টিম। জানিয়ে দেন বিকেল তিনটায় আসবে পোস্টার সঙ্গে বিশেষ ঘোষণা। এই বিশেষ ঘোষণা যে জংলি সিনেমা বিষয়ক কিছু তা আন্দাজ করতে পারেন অনেকেই। ফলে সিয়াম অনুরাগীরা অপেক্ষায় থাকেন ঘোষণার।
তিনটা বাজতেই একযুগে জংলি সিনেমার সব তারকা ও কলাকুশলীদের ফেসবুক ওয়ালে প্রকাশ পায় সিনেমাটির মোশন পোস্টার সঙ্গে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা। পোস্টারে ক্যাপশনে লেখা, জঙ্গলে বাঘ ঘুরলে, খাইবে সব এক ঘাটে জল/শিকারি হইবো শিকার, বইবে নদীর রক্তজল/মহামারী যতই থাকুক, মাংসাশীরা খায় না ঘাস/দেখে না কাঁচা নাকি পোড়া, আর মানুষ নাকি ঘোড়া।
‘জংলি’ আসছে এই ঈদ উল ফিতরে।’

- Advertisement -spot_img
সর্বশেষ

গাজায় ক্ষুধার্ত শিশুদের কাছে যান , পোপ লিওকে জানালেন ম্যাডোনা

আন্তর্জাতিক ডেস্ক : ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিওকে গাজা সফরের আহ্বান জানিয়েছেন মার্কিন সংগীত শিল্পী ম্যাডোনা। ফিলিস্তিনের ক্ষুধার্ত শিশুদের সাহায্যে...