30 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণসংক্রান্ত নীতিমালায় নতুন দিকনির্দেশনা দিয়েছে সরকার। এসব নির্দেশনার আওতায় এখন থেকে কর্মকর্তারা ভ্রমণের সময় স্বামী বা স্ত্রীকে সফরসঙ্গী করতে পারবেন না। পাশাপাশি কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশ সফর করাও নিষিদ্ধ করা হয়েছে।

গত ২৩ মার্চ প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার স্বাক্ষরে এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। যদিও বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

মন্ত্রিপরিষদ বিভাগসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে ইতোমধ্যে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

পরিপত্রে আরও বলা হয়েছে, কোনো ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিদেশে যেতে পারবেন না। জরুরি প্রয়োজন ছাড়া উপদেষ্টা, সিনিয়র সচিব বা সচিবদের একান্ত সচিব কিংবা সহকারী একান্ত সচিবদেরও সফরসঙ্গী হিসেবে বিদেশ সফর নিরুৎসাহিত করা হয়েছে।

এ ছাড়া সরকারিভাবে বিদেশ ভ্রমণের সময় ব্যক্তিগতভাবে স্বামী, স্ত্রী বা সন্তানদের সফরসঙ্গী করা যাবে না বলেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে প্রধান উপদেষ্টা কার্যালয়ের জারি করা এক পরিপত্র অনুসরণ করে এই নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয় সরকার।

- Advertisement -spot_img
সর্বশেষ

বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগে জাতিসংঘকে আহ্বান প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক জাতিসংঘকে বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি...