29 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ভ্যাঁপসা গরম থেকে স্বস্তি দিয়ে, রাজধানীতে নামলো বৃষ্টি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

কয়েক দিনের তীব্র গরমের পর রাজধানীতে এসে পৌঁছেছে স্বস্তির বৃষ্টি। আজ, বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে ঝোড়ো হাওয়া শুরু হয়, এবং কিছুক্ষণ পরেই নামে বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানীতে বৃষ্টি হওয়ার ফলে রাতের তাপমাত্রা অনেকটাই কমে যাবে। তাপপ্রবাহের মধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লঘুচাপের প্রভাব পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। একইসঙ্গে, মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অপরদিকে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে বজ্রবৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। অধিদপ্তর আরও জানায়, আগামী কয়েকদিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি হতে পারে। তাছাড়া, কোথাও কোথাও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। একইসাথে, দেশের সর্বত্র দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

- Advertisement -spot_img
সর্বশেষ

বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগে জাতিসংঘকে আহ্বান প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক জাতিসংঘকে বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি...