30 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

দীর্ঘ দেড় দশক পর বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক, খবরের দেশ:

প্রায় ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিবের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক (এফওসি) শুরু হয়। বৈঠক শেষে আজ বিকেল ৫টা ৩০ মিনিটে সাংবাদিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব জাশিম উদ্দিন।

বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন এবং পাকিস্তান পক্ষের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রসচিব আমনা বালুচ।

দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার অংশ হিসেবে পাকিস্তান এ বৈঠকের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পাকিস্তানের ৩৩তম পররাষ্ট্র সচিব হিসেবে গত বছর ১১ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়া আমনা বেলোচ মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক ইশরাত জাহান।

এফওসি শেষে আমনা বালুচ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এদিকে চলতি মাসের শেষ দিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের কথাও জানানো হয়েছে। তার এই সফরটি হতে যাচ্ছে ২০১২ সালের পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর।

বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার জানান, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সফরকে ঘিরে দ্বিপাক্ষিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

সম্প্রতি দুই দেশের মধ্যে কয়েকটি বাণিজ্যিক প্রতিনিধি দলের সফর নিয়ে উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে বাংলাদেশ থেকেও পণ্যভিত্তিক বাণিজ্য প্রতিনিধি দল পাঠানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৈঠকে পর্যটন, জনগণের মধ্যে যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।

সম্প্রতি পাকিস্তান থেকে কয়েকটি বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। উভয় দেশই এসব সফর নিয়ে সন্তোষ প্রকাশ করেছে এবং বাংলাদেশ থেকেও পণ্যভিত্তিক বাণিজ্য প্রতিনিধি দল পাকিস্তানে পাঠানোর ওপর গুরুত্বারোপ করেছে।

আজকের বৈঠকে পর্যটন, সাংস্কৃতিক বিনিময়, সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো, আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে।

এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে কায়রোতে ডি-৮ সম্মেলনের ফাঁকে এবং সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় নিউইয়র্কে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী বৈঠক করেছিলেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগে জাতিসংঘকে আহ্বান প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক জাতিসংঘকে বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি...