33.8 C
Dhaka
রবিবার, আগস্ট ১০, ২০২৫

দুপুরের মধ্যে তিন বিভাগে বজ্রপাতসহ ভারি বৃষ্টিপাতের আভাস

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

রাজশাহী, সিলেট ও খুলনা বিভাগে শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরের মধ্যে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

শুক্রবার সকালে ফেসবুকের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, আজ সকাল ৮টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ এবং খুলনা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলো—যেমন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও যশোর—জুড়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৯৯ শতাংশ।

এ প্রেক্ষিতে তিনি এসব অঞ্চলের কৃষক ও কৃষি শ্রমিকদের দুপুর ১২টার মধ্যে খোলা মাঠে কাজ না করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার কৃষক ও কৃষি শ্রমিকদের ক্ষেত্রেও একই পরামর্শ দিয়েছেন এই আবহাওয়াবিদ।

বৈশাখের শুরুতেই রাজধানীসহ সারাদেশে যে বৃষ্টিপাত শুরু হয়েছে, তা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের ২৭টি জেলায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট এলাকাগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। বজ্রপাতের সময় ঘরে বা নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শও দিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের শুক্রবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতও হতে পারে।

- Advertisement -spot_img
সর্বশেষ

অন্তর্বর্তী সরকারের অনেক সফলতা আছে

অন্তর্বর্তী সরকারের এক বছরের কার্যক্রমকে সফল হিসেবে দেখছেন রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্নীতি দমন ও...