Your Ads Here 100x100 |
---|
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন দপ্তর পরিদর্শন শেষে অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন এবং কিশোর-কিশোরীদের মাঝে বাইসাইকেল, ফুটবল ও ভলিবলসহ নানা উপকরন বিতরণ করেছেন জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা। বৃহস্পতিবার সকাল ১১টায় আদমদীঘি উপজেলায় পৌঁছে তিনি এসব কর্মকাণ্ড শুরু করেন।
প্রথমে তিনি আদমদীঘি থানা পরিদর্শন, এরপর উপজেলা ভূমি অফিস, সান্তাহার ইউনিয়ন ভূমি অফিস, সান্তাহার পৌর শহরের বিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমদীঘির পাইকপাড়া কমিউনিটি ক্লিনিক, ডালম্বা পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস পরিদর্শনে এসে নানা ধরনের উপকরন বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে রাব্বী, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন ও ছাতিয়ানগ্রামের ইউপি সদস্য আনোয়ার হোসেন জীবন প্রমূখ।