31 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

মাগুরার সেই আছিয়াকে নিয়ে গাইলেন বাপ্পা মজুমদার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশু আছিয়ার ঘটনাকে কেন্দ্র করে জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার একটি গান গেয়েছেন। ‘মাগুরার ফুল’ নামের এই গানটির কথা ও সুর রচনা করেছেন প্রখ্যাত কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। এই হৃদয়স্পর্শী গানে আরও কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী মৌটুসী খান, মৌলি মজুমদার এবং মৌমিতা বড়ুয়া।

গানটির অডিও রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিংয়ের কাজ সম্প্রতি শেষ হয়েছে। সংগীতায়োজন করেছেন শেখ পুলক ও রোমান রহমান। বর্তমানে গানটির জন্য একটি মিউজিক ভিডিও তৈরির কাজ চলছে। শিগগিরই এটি মাহবুবুল খালিদের সংগীতভিত্তিক ওয়েবসাইট ‘খালিদ সংগীত’ (www.khalidsangeet.com)-এ প্রকাশিত হবে। এছাড়া ‘খালিদ সংগীত’ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ‘মাহবুবুল এ খালিদ’ ফেসবুক পেজসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গানটি প্রচারিত হবে।

প্রসঙ্গত, মাহবুবুল খালিদ সমসাময়িক বিষয়ে গান রচনার জন্য সুপরিচিত। তার লেখা পাঁচ শতাধিক গান ‘খালিদ সংগীত’ ব্যানারে প্রকাশিত হয়েছে, যার বেশিরভাগ গানে তিনি নিজেই সুর দিয়েছেন। নির্যাতিত ও হত্যার শিকার ব্যক্তিদের নিয়ে তার রচিত উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ফেলানী, আদুরী প্রভৃতি।

আছিয়ার ওপর নৃশংস নির্যাতন ও তার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়ে মাহবুবুল খালিদ এই গানটি রচনা করেছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে গানটি লেখা হয়েছে। গানের শুরুতে রয়েছে, ‘মাগুরার ফুল ছোট্ট মুকুল, ঝরে গেল ফুটে ওঠার আগেই। ডাক্তার হবার স্বপ্নটা তার, নিভে গেল পিশাচের এক ছোবলেই।’ এই গানের মাধ্যমে আছিয়াসহ সকল নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

আ. লীগের মিছিল বন্ধ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা— স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভবিষ্যতে আওয়ামী লীগের মিছিল নিয়ন্ত্রণ করতে না পারলে পুলিশের...