26.2 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫

পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ২৫ টাকা।

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
কৌশিক চৌধুরী, হিলি, দিনাজপুর প্রতিনিধি:

সরবরাহ কমে যাওয়াই কয়েক দিনের ব্যবধানে হিলি পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ২৫ টাকা। এদিকে দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
হিলি বন্দরের ব্যবসায়ীরা বলেন,  আগের তুলনায় বাজারে দেশী পেঁয়াজের সরবরাহ কম। তিনদিন আগে হিলি বাজারে মুড়িকাটা পেঁয়াজ ৩০ থেকে ৩২ টাকা বিক্রি করলেও বর্তমান মুড়িকাটা পেঁয়াজ বাজারে সরবরাহ না থাকায় অনান্যা পেঁয়াজের দাম বেড়ে গেছে বলে মনে করেন ব্যবসায়ীরা

এদিকে বাজরে নতুন রাখি পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। এই পেঁয়াজ দাম কিনতে বেশি পড়ায় বাজারে পেঁয়াজের দাম কিছুটা বেড়ে গেছে। কয়েক দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা । বর্তমান পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৫ টাকা কেজি দরে এদিকে পেঁয়াজের দাম বাড়ায় বেচা-কেনা কমে গেছে বলে ব্যবসায়ীরা।

বন্দরের ব্যাসায়ীরা জানান, বর্তমানে পেঁয়াজের আইপি (ইমপোর্ট পারমিট) বন্ধ রয়েছে। আর কিছুদিন পর কোরবানী ঈদ। ঈদে দাম নিয়ন্ত্রহীন হয়ে পড়বে। তাই এখনই আইপি (ইমপোর্ট পারমিট) খুলে দেয়া দরকার।

- Advertisement -spot_img
সর্বশেষ

ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমানটি লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছে ভেঙে পড়ে। তবে পাইলট...