29 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা জানালেন মেসি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই ঘুরে ফিরে এক প্রশ্ন— “মেসি কি খেলবেন ২০২৬ বিশ্বকাপে?” যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলা এই কিংবদন্তি ফুটবলার একাধিকবার ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি ‘সিম্পিলিমেন্টে ফুটবল’ নামের একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারেও সেই সম্ভাবনার কথা জানিয়েছেন মেসি। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, নিজের প্রতি সৎ থেকে তবেই তিনি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপ খেলতে চান।

আগামী জুনে মেসির বয়স হবে ৩৮ বছর। ২০২৬ বিশ্বকাপের সময় বয়স দাঁড়াবে ৩৯-এ। এমন বয়সে বিশ্বকাপের মতো demanding প্রতিযোগিতায় অংশ নেওয়া সহজ নয়। সে কথা মাথায় রেখেই মেসি চলছেন ধাপে ধাপে। তার ভাষ্য, যদি তিনি নিজেকে শারীরিক ও মানসিকভাবে উপযুক্ত মনে করেন এবং মনে হয় যে দলকে ভার না বাড়িয়ে অবদান রাখতে পারবেন, তবেই তিনি বিশ্বকাপে অংশ নেবেন।

মেসি বলেন,
“২০২৬ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এ বছরটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই, আমি বিশ্বকাপের কথা ভাবছি এবং দলের সঙ্গে সেই মঞ্চে থাকতে চাই। তবে আমি দিন ধরে এগোচ্ছি। আমি খেলতে পারবো কিনা, সে বিষয়ে নিজেকেই সৎভাবে বিচার করতে হবে।”

সাক্ষাৎকারে মেসি ফিরে দেখেন তার বিশ্বকাপ অভিজ্ঞতা— কাতারে চূড়ান্ত সাফল্য আর ২০১৪ সালে ফাইনালে বেদনার পরাজয়। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের উদাহরণ টেনে মেসি বলেন,
“এমবাপ্পে ফাইনালে চারটি গোল (টাইব্রেকারসহ) করেও শিরোপা জিততে পারেনি। এটা সত্যিই অবিশ্বাস্য! যদিও সে ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছে, সেটাই তার সান্ত্বনা। ২০১৪ সালে আমার সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। ওই পরাজয় ছিল মানসিকভাবে অত্যন্ত যন্ত্রণাদায়ক। মাঝে মাঝে মনে হয়, আমার হাতে হয়তো দুটি বিশ্বকাপ ট্রফিই থাকতে পারত।”

তবুও কাতারে অর্জিত সাফল্যে নিজেকে ধন্য ও পরিপূর্ণ মনে করেন মেসি। সাক্ষাৎকারে কৃতজ্ঞতা জানান সৃষ্টিকর্তার প্রতি—
“আমার চাওয়ার আর কিছু নেই। কেবল বিশ্বকাপটাই ছিল অপূর্ণ, সেটাও পেয়েছি। ফুটবলে সম্ভাব্য সবকিছুই অর্জন করেছি আমি। এটা বলতে পারা সত্যিই অমূল্য। আমি সবসময় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ— তিনি আমাকে তাঁর আশীর্বাদে সবকিছুই দিয়েছেন।”

- Advertisement -spot_img
সর্বশেষ

বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগে জাতিসংঘকে আহ্বান প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক জাতিসংঘকে বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি...