28 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

প্রবাসীদের সমস্যার সমাধান অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, প্রবাসীদের সমস্যার সমাধান সর্বাগ্রে নিশ্চিত করতে হবে। তিনি বলেন, দূতাবাসগুলোর কিছু সীমাবদ্ধতা থাকলেও, জনসাধারণকে সেবা দেওয়াই হতে হবে প্রধান অগ্রাধিকার।

শুক্রবার (১৮ এপ্রিল) ‘ফরেন সার্ভিস ডে’ উপলক্ষে এক অনুষ্ঠানে কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশের কর্মীদের বিদেশে পাঠানোর ক্ষেত্রে অধিকাংশ—প্রায় ৮০ শতাংশ—সমস্যা দেশেই সৃষ্টি হয়। পরবর্তীতে সেই সমস্যার দায় এসে পড়ে বিদেশে কর্মরত দূতাবাসগুলোর ওপর। তাই, কর্মীদের যথাযথ প্রশিক্ষণ ও শিক্ষা দিয়ে বিদেশে পাঠানো গেলে প্রবাসীদের ভোগান্তি যেমন কমবে, তেমনি মিশনের ওপর চাপও হ্রাস পাবে।

রেমিট্যান্স প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ১৯৮০-এর দশকে দেশের রপ্তানি আয় ছিল এক বিলিয়ন ডলার, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৬০ বিলিয়ন ডলারে। এর পেছনে, কিছুটা হলেও, দূতাবাসগুলোর ভূমিকা রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সব সীমাবদ্ধতা সত্ত্বেও এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, এ প্রক্রিয়ায় ‘আরাকান আর্মি’ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ একদিকে এই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সরাসরি আলোচনায় যেতে পারছে না, অপরদিকে তাদের উপেক্ষাও করতে পারছে না।

বক্তব্যের এক পর্যায়ে তৌহিদ হোসেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের কথাও স্মরণ করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে বৈশ্বিক জনমত গঠনে ফরেন সার্ভিসের কর্মকর্তারা কলকাতা থেকে কার্যক্রম শুরু করেন। ১৯৭১ সালের ১৮ এপ্রিল কলকাতায় ৬৫ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়ে ‘ডেপুটি হাইকমিশন’ গঠন করা হয়েছিল।

- Advertisement -spot_img
সর্বশেষ

বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগে জাতিসংঘকে আহ্বান প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক জাতিসংঘকে বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি...