29 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

কাফনের কাপড় বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

ছয় দফা দাবি আদায় এবং কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেছে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

শুক্রবার জুমার নামাজ শেষে দেশব্যাপী একযোগে এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের হল মসজিদ প্রাঙ্গন থেকে একটি কাফন মিছিল শুরু হয়। মিছিলটি তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সড়ক হয়ে সাতরাস্তা অতিক্রম করে কলেজের দক্ষিণ গেটে গিয়ে অবস্থান নেয়।

এর আগের দিন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’-এর পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এরও আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকাসহ সারাদেশে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, শিক্ষা মন্ত্রণালয় নাটকীয় বৈঠকের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে। পাশাপাশি, কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলারও প্রতিবাদ জানান তারা।

কাফনের কাপড় বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল
কাফনের কাপড় বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল

ছয় দফা দাবিতে প্রায় দেড় মাস ধরে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। গত বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে দেশের বিভিন্ন জেলায় সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা।

দিনব্যাপী বিক্ষোভ ও অবস্থানের পর সন্ধ্যায় শিক্ষার্থীরা ঘোষণা দেন, বৃহস্পতিবার সকাল থেকে দেশব্যাপী রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে। তবে রাতে সরকারের আহ্বানে তারা এই কর্মসূচি সাময়িকভাবে শিথিল করেন।

কাফনের কাপড় বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল
কাফনের কাপড় বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল

শিক্ষার্থীদের ছয় দফা দাবি:

১. ক্রাফট ইন্সট্রাকটরদের পদবি পরিবর্তন ও চাকরিচ্যুতি:
জুনিয়র ইন্সট্রাকটর পদে প্রমোশন সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল, ক্রাফট ইন্সট্রাকটর পদবি পরিবর্তন এবং সংশ্লিষ্ট মামলার সঙ্গে জড়িত সবাইকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা।

  1. নিয়োগবিধি বাতিল:
    ২০২১ সালের বিতর্কিত ক্রাফট ইন্সট্রাকটর নিয়োগ সংক্রান্ত বিধি বাতিল, সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিয়োগ বাতিল এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

  2. চার বছর মেয়াদি কোর্স ও আধুনিক সিলেবাস:
    ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদী রাখা এবং আধুনিক বিশ্বের আদলে সিলেবাস ও কারিকুলাম প্রণয়ন।

  3. চাকরির জন্য যোগ্যতা সংরক্ষণ ও বেতন:
    দশম গ্রেডের (উপ-সহকারী প্রকৌশলী) পদে কেবলমাত্র চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) পাসধারীদের জন্য আবেদন সংরক্ষণ এবং প্রাইভেট সেক্টরে ন্যূনতম ১৬ হাজার টাকা বেতন নির্ধারণ।

  4. কারিগরি শিক্ষা প্রশাসনে যোগ্য জনবল:
    কারিগরি শিক্ষা সংস্কার কমিটি গঠন করে পরিচালনার দায়িত্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবলকে নিয়োগ দেওয়া।

  5. বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও শিক্ষক নিয়োগ:
    কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল দিয়ে পলিটেকনিক ও টিএসসিতে শূন্য পদে শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ এবং ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি পাস শিক্ষার্থীদের জন্য আধুনিক আদলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গেজেট পাস; একইসঙ্গে চারটি প্রস্তাবিত ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত করা।

- Advertisement -spot_img
সর্বশেষ

বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগে জাতিসংঘকে আহ্বান প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক জাতিসংঘকে বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি...