29 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

লালমনিরহাটে ভুট্টা ক্ষেতে থেকে যুবককে বিএসএফ কর্তৃক জোরপূর্বক অপহরণ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি যুবক আজিনুর ইসলামকে (২৬) ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং ভারতীয় নাগরিকদের সহযোগিতায় জোরপূর্বক অপহরণের মর্মান্তিক ঘটনা ঘটেছে। বাংলাদেশ-ভারত সীমান্তের ৮০১ নং মেইন পিলারের ১০ ও ১১ নং সাব পিলারের কাছে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় তাকে তুলে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল হাতীবান্ধা থানায় এক ব্যক্তিকে হত্যার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই হামলা ঘটে, যা সীমান্তে বিএসএফ-এর উৎপাত বৃদ্ধির চিত্র ফুটে তুলেছে।

আজিনুর ইসলাম পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম ১ নং ওয়ার্ডের ডাংগাটারি গ্রামের মোঃ নুর হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, গতকাল (১৮ এপ্রিল) সকালে সীমান্তসংলগ্ন ভুট্টা ক্ষেতে পাতা ছিঁড়তে গেলে বিএসএফ ও ভারতীয়রা তাকে ঘিরে ধরে। বাংলাদেশের ভেতর থেকেই তাকে জোর করে ভারতীয় সীমান্তে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে লাঠিপেটা করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা দাবি করেন, কাঁটাতারের বেড়া দিয়ে তারা বিএসএফ-এর অত্যাচারের দৃশ্য প্রত্যক্ষ করেছেন।

এই ঘটনার মাত্র একদিন আগে লালমনিরহাটের হাতীবান্ধা থানা এলাকায় বিএসএফ বাংলাদেশি এক নাগরিককে গুলি করে হত্যা করে। স্থানীয়দের মতে, সীমান্তে বিএসএফ-এর সহিংসতা ক্রমাগত বাড়ছে, যা নিয়ে উদ্বিগ্ন গ্রামবাসী। তারা জানান, ফসল কাটা বা ভুট্টা ক্ষেতে কাজ করতেও এখন জীবন নিয়ে ভয়ে থাকতে হয়।

ঘটনাস্থলের বাসিন্দারা নিরাপত্তা বাহিনী ও সরকারের প্রতি জোরালো হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তাদের মতে, বিএসএফের সীমানা লঙ্ঘন এবং বাংলাদেশি নাগরিকদের ওপর হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তারা আজিনুরের ন্যায়বিচার ও তাকে ফেরত চেয়ে মানববন্ধন ও বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাটি তদন্তের কথা জানালেও এখন পর্যন্ত বিস্তারিত কোনো বিবৃতি দেয়নি। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনা গুলোর পরিপ্রেক্ষিতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে।

সীমান্তের গ্রামগুলোতে প্রতিদিনের জীবনে নেমে আসছে আতঙ্ক। আজিনুরের পরিবার ও স্থানীয়রা প্রশ্ন তুলেছেন: “কোন অপরাধে আমাদের সন্তানকে নিয়ে গিয়েছে? কবে থামবে এই রক্তপাত নির্যাতন?” রাষ্ট্রীয় পর্যায়ে জোরালো কূটনৈতিক পদক্ষেপই এখন সীমান্তবাসীর প্রত্যাশা।

- Advertisement -spot_img
সর্বশেষ

বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগে জাতিসংঘকে আহ্বান প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক জাতিসংঘকে বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি...