28 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

বৃষ্টিতে ভোগান্তির মধ্য দিয়ে কুবির ভর্তি পরীক্ষা শুরু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
মোঃ জোনায়েদ, কুবি প্রতিনিধি:

টানা বর্ষণের মধ্যে দিয়ে শুরু হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। আজ শনিবার সকাল ১০টায় ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এ ভর্তি কার্যক্রম শুরু হয়। তবে ভোর থেকে বৃষ্টি শুরু হওয়ায় পরীক্ষার্থী ও অভিভাবকদের পোহাতে হয়েছে চরম দুর্ভোগ।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় দেখা গেছে, ভেজা সড়কে হেঁটে বা রিক্সায় করে আসতে হয়েছে পরীক্ষার্থীদের। অনেকেই জানিয়েছেন, সাধারণ সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি ভাড়া গুনতে হয়েছে। এক পরীক্ষার্থী বলেন, “আমরা যে দূরত্বে ২০-৩০ টাকা দিতাম, আজ সেখানে ৭০-৮০ টাকা নিয়েছে অটোরিকশা ও সিএনজি ওয়ালারা।”

বৃষ্টির কারণে কিছু শিক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি করেছেন। তবে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত কেউ পুরোপুরি বাদ পড়েননি। দেরিতে এলেও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।
এদিকে পরীক্ষার্থীদের সহযোগিতায় মাঠে নেমেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও সামাজিক সংগঠন। ক্যাম্পাসে তারা ছাতা ও খাতা হাতে পরীক্ষার্থীদের গাইড করছে নির্দিষ্ট ভবনের দিকে। বিএনসিসি, রোভার স্কাউট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।

অভিভাবকদের অনেকেই অভিযোগ করেন, পরীক্ষার দিনেই বৃষ্টিতে অসাধু চালকেরা ভাড়ার নামে বাড়তি অর্থ আদায় করছে। এ বিষয়ে সুষ্ঠু নজরদারির দাবি জানান তারা।
পরীক্ষার্থীদের মধ্যে একজন বলেন, “প্রস্তুতি অনেক দিন ধরেই নিচ্ছি। কিন্তু এমন আবহাওয়া মনের ওপর চাপ ফেলে দেয়। তারপরও চেষ্টা করেছি ভালোভাবে পরীক্ষা দিতে।”

উল্লেখ্য, ‘সি’ ইউনিটে ২৪০ সিটের বিপরীতে প্রায় ৯৯৫২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্যতম বড় অংশগ্রহণ।

- Advertisement -spot_img
সর্বশেষ

বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগে জাতিসংঘকে আহ্বান প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক জাতিসংঘকে বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি...