Your Ads Here 100x100 |
---|
নিউজ ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থানের তরুণ নেতাদের প্রাধান্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি গড়ে তোলা হলেও, এই রাজনৈতিক দলটি এখন ৪০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের নিয়ে আঞ্চলিক কমিটির নেতৃত্ব গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
সাংগঠনিক তৎপরতায় ‘গতি আনতে’ শুক্রবার রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে নয় ঘন্টাব্যাপী তৃতীয় সাধারণ সভা করেছেন এনসিপি নেতারা।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে সভার সঞ্চালনা করেছেন সদস্য সচিব আখতার হোসেন। এনসিপির ২১৪ জন সাধারণ সদস্যের মধ্যে ১৭৪ জন সভায় উপস্থিত ছিলেন।
বৈঠকে গণঅভ্যুত্থানে ‘গণহত্যা পরিচালনাকারী আওয়ামী লীগের’ বিচারের অগ্রগতি, তৃণমূলে সাংগঠনিক বিস্তৃতিসহ সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক বিষয় আলোচনায় এসেছে।
দলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে সাংগঠনিক গতিশীলতা বাড়াতে প্রয়োজনীয় নীতিমালা প্রস্তাব করেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
তাদের প্রস্তাবনায় সাংগঠনিক কাজের স্বার্থে ৬৪টি জেলাকে ১৯টি ভাগে ভাগ করা হয়েছে। এছাড়াও, কমিটি গঠনের ক্ষেত্রে জেলা কমিটির সর্বনিম্ন ৩১ সদস্য থেকে সর্বোচ্চ ৫১ সদস্যে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হযেছে। এছাড়া উপজেলা কমিটির সর্বনিম্ন ২১ সদস্য সংখ্যা বাড়িয়ে ৪১ করা হবে বলেও বলা হয়েছে।
এছাড়া জেলা এবং উপজেলা কমিটির আহ্বায়ক নির্ধারণেও বয়স সর্বনিম্ন ৪০ বছর হতে হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোশাল মিডিয়ায় এবং জনপরিসরে এনসিপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের অভিযোগের প্রেক্ষিতে একটি সাংগঠনিক ‘শৃঙ্খলা ও তদন্ত কমিটি’ গঠন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে শুক্রবারের সভায়।
আরও ঠিক হয়েছে, চলতি সপ্তাহে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে এনসিপি ঢাকা মহানগর বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
এছাড়া এনসিপির অঞ্চলভিত্তিক সাংগঠনিক নীতিমালা নির্ধারণ, সংস্কার বিষয়ক প্রস্তাবনা প্রণয়ন, ‘গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার’ ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কর্মসূচি নির্ধারণ, সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পলিসি গ্রহণে সরকারকে দাবি জানানোর বিষয়ে আলোচনা হয়েছে।
ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি সহিংসতা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে চলমান আন্দোলনে দমন-নিপীড়ণের বিরুদ্ধে প্রতিবাদ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার ঠিক করার বিষয়েও সরকারের কাছে দাবি রাখার বিষয়ে আলোচনা হয়েছে।