29 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন এখন থাইল্যান্ডের হাতে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক:

পাকিস্তানকে হারালেই বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের মেয়েদের। কিন্তু নিজেদের প্রথম তিন ম্যাচে টানা তিন জয়ের পর পথ হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর আজ স্বাগতিক পাকিস্তানের কাছে ৭ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

লাহোরে পাকিস্তানের কাছে হারের ফলে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় দল হিসেবে  বিশ্বকাপের মূলপর্বের যাওয়ার হিসেবটা থাইল্যান্ডের ওপর ছেড়ে দিয়েছে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বর্তমান পয়েন্ট ৪, রান রেট ( -০.২৮৩)।  থাইল্যান্ডের বিপক্ষে লক্ষ্য তাড়া করবে ক্যারিবিয়ানরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত  থাইল্যান্ডের সংগ্রহ ৩২ ওভারে ৬ উইকেটে ১১১ রান।

বাংলাদেশ ম্যাচ হারলেও ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে। নিগারদের রান রেট (+০.৬৩৯)। ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশকে টপকে ম্যাচ জিততে হলে বাংলাদেশের এই রান রেট টপকে যেতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের ভরসা থাইল্যান্ড।

লাহোরে বাংলাদেশের দেয়া ১৭৯ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের টপ অর্ডার ব্যাটারদের আগ্রাসী ব্যাটিংয়ে বেশি সুবিধা করতে পারেনি মারুফা-নাহিদারা। মুনিবা আলীর ৬৯ রান ও আলিয়া রিয়াজের অপরাজিত ৫২ রানের ইনিংসে ৬২ বল আগেই ৭ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। এই জয়ে বাছাই পর্বে টানা ৫ ম্যাচে ৫ জয়ে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের মূল পর্বে যাচ্ছে পাকিস্তান।

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েরা ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ৯ উইকেটে মাত্র ১৭৮ রানের সংগ্রহ পায়। টপ অর্ডারদের ব্যাটিং ব্যর্থতায় দলীয় ৬৫ রানেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম তিন ম্যাচেই জ্বলে উঠা অধিনায়ক নিগার সুলাতানা জ্যোতি আজ ফিরেছেন মাত্র ১ রান করে। ফর্মে থাকা আরেক ব্যাটার শারমিন আক্তারের ব্যাট থেকে এসেছে ২৪ রানের ইনিংস।

শেষ দিকে রিতু মণির ৪৮ রান ও ফাহিমা খাতুনের ৪৪ রানের ইনিংসে ৫০ ওভারে ১৭৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সাদিয়া ইকবাল।

- Advertisement -spot_img
সর্বশেষ

বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগে জাতিসংঘকে আহ্বান প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক জাতিসংঘকে বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি...