Your Ads Here 100x100 |
---|
কিশোরগঞ্জ প্রতিনিধি :
জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার পরিদর্শন করেছেন।
এসময় মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদীর লেখা “পাঠাগার” বই দিয়ে পরিদর্শনে আসা অতিথিকে বরণ করে নেন। শনিবার সন্ধ্যায় তিনি সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গোয়ালাপাড়াস্থ নীলগঞ্জ-তাড়াইল সড়কের পাশে অবস্থিত পাঠাগারের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
পাঠাগারের নানামুখী কার্যক্রম ঘুরে ঘুরে দেখে পাঠাগারের পরিদর্শন বইয়ে মন্তব্যে লিখেছেন “অদ্য ১৯ এপ্রিল ২০২৫ ইং তারিখে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারটি পরিদর্শন করলাম। গ্রন্থাগারের সভাপতি আমিনুল হক সাদীর ঐকান্তিক প্রচেষ্টায় গ্রন্থাগারটি এলাকায় পাঠক সৃষ্টিতে কাজ কাজ করছে। সাজানো গোছানো বই এবং বিভিন্ন পাঠক মুখী কার্যক্রম গ্রন্থাগারটিকে নতুন পাঠক সৃষ্টিত আরও সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি। আমরা এই পাঠাগারটির উত্তরোত্তর সাফল্য কামনা করি”।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির জেলা শাখার সভাপতি মুহাম্মদ রুহুল আমিন,মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের সহসভাপতি এনামুল হক বাবুল,পাঠাগারের সহকারী গ্রন্থাগারিক ফারজানা আক্তার, পাঠক আবু নোমান সিন্ধু মিয়া,মুহাম্মদ সুমন মিয়া,ক্ষুদে পাঠক আফিফা হক,আদিবা হক, মরিয়ম আক্তার নোহা প্রমুখ। প্রসংগত ২০১১ সালে পাঠাগারটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জ্ঞানের আলো বিকিরণ করছে। জেলায় বেসরকারি গণগ্রন্থাগারদের ২০২০ সালে শ্রেষ্ঠ পাঠাগার হিসেবে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার অধিদপ্তরের থেকে সম্মাননা ক্রেস্ট পেয়েছে। এছাড়াও নানামুখী কার্যক্রমে প্রশংসনীয় ভুমিকা পালন করছে।