26 C
Dhaka
বৃহস্পতিবার, মে ১, ২০২৫

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর একটি ফ্ল্যাট, তিনটি অ্যাপার্টমেন্ট এবং তিনটি গাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করারও আদেশ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভাষ্য অনুযায়ী, এসব হিসাবগুলোতে মোট ৩৭ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার ৭৪৭ টাকা রয়েছে।

দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব গত রোববার এ আদেশ দেন।

জব্দ করা ফ্ল্যাটটি রাজধানীর পরীবাগের প্রিয় প্রাঙ্গণে অবস্থিত, আর তিনটি অ্যাপার্টমেন্ট বনানীর পিপি টাওয়ারে। এসব স্থাবর সম্পদের মূল্য ধরা হয়েছে ৮৫ লাখ ৫ হাজার ৯৪৭ টাকা। জব্দ হওয়া গাড়িগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে দুই কোটি ৪৭ লাখ ১১ হাজার ৫২৯ টাকা।

দুদকের পক্ষে কমিশনের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম এ সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আসামি নসরুল হামিদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর কিংবা দলিল সম্পাদনের মাধ্যমে মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ফলে সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি।

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি আদালত নসরুল হামিদ এবং তার স্ত্রী সীমা হামিদের নামে থাকা বিভিন্ন ব্যাংকের ২০টি হিসাবও অবরুদ্ধ করার আদেশ দিয়েছিলেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

একলা ক্রেডিট নিতে গিয়ে দেশ ধ্বংস করবেন না’ — মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমি আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু ছেলে বলে ১৭ বছর আপনারা কী...