25 C
Dhaka
বৃহস্পতিবার, মে ১, ২০২৫

পররাষ্ট্র উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ সুফিউর রহমান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমানকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুফিউর রহমান পররাষ্ট্র উপদেষ্টাকে সহায়তা করবেন এবং এ উদ্দেশ্যে তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা প্রদান করা হয়েছে।

বিশেষ সহকারী পদে দায়িত্ব পালনের সময় তিনি প্রতিমন্ত্রীর মর্যাদা অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

কূটনৈতিক জীবনে মোহাম্মদ সুফিউর রহমান জাতিসংঘের জেনেভা দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অস্ট্রেলিয়া ও মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও নিযুক্ত ছিলেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

একলা ক্রেডিট নিতে গিয়ে দেশ ধ্বংস করবেন না’ — মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমি আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু ছেলে বলে ১৭ বছর আপনারা কী...