27 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

প্রধান উপদেষ্টার কাতার সফরে কারা যাচ্ছেন সফরসঙ্গী হয়ে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে আগামীকাল কাতারের রাজধানী দোহা রওনা হবেন। তিনি সেখানে অনুষ্ঠিতব্য ‘আর্থনা সামিট-২০২৫’-এ অংশগ্রহণ করবেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানিয়েছেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে অধ্যাপক ইউনূস এই সফরে যাচ্ছেন।

আজাদ মজুমদার আরও জানান, সামিটে অংশগ্রহণের পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা রয়েছে।

সফরসঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

এছাড়া দেশের ইতিহাসে প্রথমবারের মতো, চারজন জাতীয় নারী ক্রীড়াবিদও প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। তারা হলেন—ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ শীর্ষক প্রতিপাদ্যে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই ‘আর্থনা সামিট’-এ কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ঐতিহ্যবাহী সংস্কৃতি ও পরিবেশগত বৈচিত্র্যের যথাযথ ব্যবহার নিয়ে আলোচনা হবে।

সামিটটি এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়নের নতুন দিক উন্মোচন এবং একটি সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনের পথ খোঁজা হবে।

আগামী ২২ ও ২৩ এপ্রিল, দুই দিনব্যাপী এই সামিটে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

সব ধরনের জালানির দাম কমলো ১ টাকা

নিউজ ডেস্ক আগামীকাল থেকে সব ধরনের জ্বালানি তেল — ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোল — এর দাম গত মাসের চেয়ে...