Your Ads Here 100x100 |
---|
নিউজ ডেস্ক
আসন্ন কুরবানির ঈদে লোডশেডিং ন্যূনতম থাকবে এবং রাজধানীসহ দেশের সড়কপথে যানজটের সমস্যা দেখা দেবে না বলে আশ্বস্ত করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
রোববার (২০ এপ্রিল) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদ্যুৎ, জ্বালানি, সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ আশ্বাস দেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টাও উপস্থিত ছিলেন। এ সময় গত ঈদের সুচারু ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।
এর আগে, সদ্যসমাপ্ত রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং ইফতার ও সেহরির সময় লোডশেডিং না হওয়ায় অন্তর্বর্তী সরকার ব্যাপক প্রশংসা অর্জন করে। ঈদযাত্রাও ছিল স্বস্তিদায়ক; প্রতিবছরের মতো যানজটের তীব্রতা দেখা যায়নি। দীর্ঘ ৯ দিনের ছুটিতে মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছে। সেই ইতিবাচক ধারা কুরবানির ঈদেও বজায় রাখতে চায় সরকার।
বৈঠকে মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগ সম্মিলিতভাবে কাজ করছে। তিনি বলেন, “একক মন্ত্রণালয় নয়, আমরা একটি সমন্বিত ইউনিট হিসেবে কাজ করছি।”
তিনি উদাহরণ দেন—সায়েদাবাদ বাস টার্মিনালের সংস্কার নিয়ে। বলেন, “যখন আমরা সায়েদাবাদে যাই, তখন তা ছিল অপরিচ্ছন্ন ও বিশৃঙ্খল। অনেকটা বৃহৎ এক মূত্রাগারের মতো দেখাচ্ছিল। পরে পরিবেশ মন্ত্রণালয়ের সহায়তায় আমরা তা পরিষ্কার-পরিচ্ছন্ন করি এবং ঈদযাত্রার উপযোগী করে তুলি।”
উপদেষ্টা আরও জানান, ঈদের ছুটিতে কোনো কর্মকর্তা নিজ শহরে যাননি। সবাই মাঠে ছিলেন, যাতে সবকিছু নির্বিঘ্নে পরিচালিত হয়।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ, ঈদুল আজহার সময় লোডশেডিং থাকবে সর্বনিম্ন। যানজটও দেখা দেবে না। এবারও ঈদযাত্রা হবে নির্বিঘ্ন এবং সুশৃঙ্খল।”
সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মহিনউদ্দিন, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ সাইফুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া।