Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্ক
নির্বিঘ্নে জমজমাট হয়েছে এবারকার ঈদের সিনেমা বাজার। বলা চলে, প্রেক্ষাগৃহে দর্শকদের আগমন কিছুটা হলেও বেড়েছে, যা প্রেক্ষাগৃহগুলোর প্রাণ ফিরে পেতে সাহায্য করেছে। গত ঈদে মুক্তি পেয়েছিল ছয়টি সিনেমা, যার মধ্যে শাকিব খান অভিনীত দুটি সিনেমা—‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’—প্রধান ছিল, যেখানে কলকাতার ইধিকা পাল এবং দর্শনা বণিক নায়িকা হিসেবে ছিলেন।
এছাড়া ছিল আফরান নিশো, তমা মির্জা এবং সুনেরাহ বিনতে কামালের অভিনীত ‘দাগি’, সিয়াম আহমেদ, শবনম বুবলী এবং প্রার্থনা ফারদিন দীঘির ‘জংলি’, আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়া অভিনীত ‘জ্বীন-৩’, এবং মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’। সিনেমাগুলোর মধ্যে ‘অন্তরাত্মা’ ও ‘জ্বীন-৩’ ছাড়া বাকি সিনেমাগুলো এখনও আলোচনায় রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এবারের ঈদের সিনেমাগুলোর মূল শক্তি ছিলেন নায়িকারা। ছয়টি সিনেমার মধ্যে দুইজন ছিলেন কলকাতার এবং পাঁচজন ঢাকার। ঢাকার নায়িকাদের দাপটে কলকাতার নায়িকারা খেই হারিয়েছেন, ফলে ঈদে সিনেমার ব্যর্থ নায়িকাদের তালিকায় দুইজনই কলকাতার—ইধিকা ও দর্শনা। ব্যবসায়িক ব্যর্থতার তালিকায় জায়গা করে নিয়েছেন নুসরাত ফারিয়া।
এদিকে, ঈদের পরবর্তী আলোচনায় উঠে এসেছে আসন্ন ঈদুল আজহার সিনেমা বাজারের নায়িকাদের ব্যাপারে। সিনেমার সংশ্লিষ্টরা বলছেন, রোজার ঈদের মতো কুরবানির ঈদেও নায়িকাদের ভূমিকা থাকবে একেবারে প্রধান। সিনেমার বাজারে যে জোয়ার উঠেছে, তা অব্যাহত থাকবে। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে বেশ কয়েকটি সিনেমা, যার মধ্যে রয়েছে ‘তান্ডব’, ‘নীলচক্র’, ‘ইনসাফ’, ‘টগর’, ‘পিনিক’, ‘এশা মার্ডার : কর্মফল’ ইত্যাদি।
এসব সিনেমায় অভিনয় করবেন জয়া আহসান, মন্দিরা চক্রবর্তী, তাসনিয়া ফারিণ, পূজা চেরী, শবনম বুবলী, এবং আজমেরী হক বাঁধন।
ঈদুল আজহার সিনেমার তালিকায় ‘তান্ডব’ নামক সিনেমাটি রয়েছে, যা শাকিব খান অভিনীত। এই সিনেমার পরিচালক রায়হান রাফি, এবং এটি কুরবানির ঈদে মুক্তির জন্য পরিকল্পিত হয়েছিল। সিনেমায় সাংবাদিক চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। যদিও প্রধান নায়িকা সম্পর্কে নির্মাতা বা প্রযোজনা সংস্থা এখনও কিছু জানাননি, তবে বিশেষ চরিত্রে জয়া আহসান যে দর্শক আকর্ষণ করবেন, সে বিষয়ে অনেকেই আশা করছেন। গত ঈদের সুনেরাহ ও দীঘির মতো সল্প উপস্থিতি দিয়েও দর্শক হৃদয় জয় করা উদাহরণ হতে পারে।
এছাড়া শবনম বুবলীর ‘পিনিক’ সিনেমাটিও প্রতীক্ষিত। প্রত্যেক ঈদেই বুবলীর সিনেমা মুক্তি পায় এবং দর্শকদের আগ্রহ তৈরি হয়। গত ঈদে ‘জংলি’ সিনেমা দিয়ে আবারও প্রমাণ করেছেন নিজের সফলতা, আর এবার ‘পিনিক’ সিনেমা নিয়েও তার সফলতার সম্ভাবনা প্রবল।
তাসনিয়া ফারিণও আসন্ন ঈদে ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেছেন, যা সঞ্জয় সমাদ্দার পরিচালিত। সিনেমাটির শুটিং প্রায় শেষ, এবং এতে মোশাররফ করিম ও শরিফুল রাজও অভিনয় করেছেন।
পূজা চেরীও ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ‘টগর’ সিনেমা নিয়ে, যার প্রচারণা ইতোমধ্যেই শুরু হয়েছে। সিনেমাটিতে তার বিপরীতে আছেন আদর আজাদ, এবং এটি পরিচালনা করেছেন আলোক হাসান।
আরও একটি সিনেমা, ‘নীলচক্র’, মুক্তির প্রস্তুতি নিচ্ছে কুরবানির ঈদে। এতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী ও আরিফিন শুভ।
তাছাড়া, আজমেরী হক বাঁধন অভিনীত ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাও আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে কাজ চলছে। সিনেমাটি মার্ডার মিস্ট্রি গল্পের ওপর ভিত্তি করে নির্মিত।
এছাড়া, নাজিফা তুষি এবং সাদিয়া আয়মানের সিনেমাও কুরবানির ঈদে মুক্তি পেতে পারে। সিনেমার বাজার এবার জমজমাট হবে, এবং দর্শক উন্মাদনা বাড়বে বলে আশা করা যাচ্ছে।