33.2 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

নবাব পারভেজ হত্যার প্রতিবাদে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নবাব পারভেজ হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল রবিবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দেন, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?” এবং “ন্যায়বিচার চাই, খুনিদের শাস্তি চাই”। তারা নবাব পারভেজ হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

নবাব পারভেজ হত্যার ঘটনাকে কেন্দ্র করে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও শোকের ছায়া নেমে আসে। মানববন্ধনে অংশ নেওয়া অনেক শিক্ষার্থী চোখে অশ্রু নিয়ে বলেন, “একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীর মৃত্যু দেখে চুপ থাকতে পারে না। আমরা একে অপরের পাশে আছি, থাকব।”

মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, বিভিন্ন ক্লাবের প্রতিনিধি এবং প্রাক্তন শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করেন। বক্তারা বলেন, “আজ পারভেজ, কাল যে কেউ হতে পারে। যদি এখনই দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এর পুনরাবৃত্তি হবে।”

তারা আরও বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষা গ্রহণের পরিবেশ ব্যাহত হবে। বক্তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের প্রতি আহ্বান জানান যেন অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা আগামীকাল: এনসিপি

খবরের দেশ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল...