31 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

ধরলা নদীতে ডুবে কিশোরের মৃত্যু, একদিন পর লাশ উদ্ধার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ছয়মাথা এলাকায় ধরলা নদী থেকে ১২ বছর বয়সী কিশোরের লাশ উদ্ধার হয়েছে। শনিবার দুপুরে তরমুজ কিনতে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল। রোববার দুপুরে ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে অভিযান চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ‘এরফান’ দুলু মিয়ার ছেলে। শনিবার দুপুরে তার তরমুজ খাওয়ার ইচ্ছে হলে মায়ের কাছ থেকে ৫০ টাকা নিয়ে, ধরলা চরের তরমুজ খেতের দিকে রওনা দেয়। কিন্তু ফিরে না আসায় পরিবার এলাকায় মাইকিং করে তাকে খুঁজতে শুরু করে। শেষপর্যন্ত রোববার দুপুর ২ টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা নদীর পানিতে ভাসতে থাকা তার লাশ খুঁজে পায়।

স্থানীয়দের ধারণা, নদীর হালকা স্রোত পার হওয়ার সময় পানিতে ডুবে যায় এরফান। মোগলহাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আজহারুল ইসলাম আতিক জানান, “নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে আমাদের তথ্য দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি দুঃখজন।”

এরফানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে তার মরদেহ স্থানীয় গোরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনার কারণ তদন্ত করছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ভ্যানচালককে হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকের ৭ দিনের রিমান্ড

বিনোদন ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের সাত দিনের...