26 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

ব্যাটিং বিপর্যয়ের পর নাহিদের হাত ধরে দ্বিতীয় দিনে দুর্দান্ত শুরু টাইগারদের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্ক

বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। তবে প্রথম সেশনেই বাংলাদেশের বোলারদের দাপটে চারটি উইকেট হারায় তারা। এখনও তারা পিছিয়ে রয়েছে ৫৮ রানে। শুরু থেকেই আক্রমণাত্মক বোলিং করেন নাহিদা রানা, যিনি একাই শিকার করেন ৩টি উইকেট। হাসান নেন একটি। ক্রিজে রয়েছেন শন উইলিয়ামস (৩৩) ও মাধভেরে (৪)।

প্রথম সেশনেই রেকর্ড বইয়ে নাম লেখান মুমিনুল হক। নাহিদার লাফিয়ে ওঠা ডেলিভারিতে শর্ট লেগে বেন কারেনের দুর্দান্ত ক্যাচ নেন তিনি। এর মাধ্যমে টেস্ট ক্রিকেটে ৪১টি ক্যাচের মালিক হয়ে পেছনে ফেলেছেন মেহেদী হাসান মিরাজকে, যার ছিল ৪০টি ক্যাচ। দুইজনই সক্রিয় ক্রিকেটার হওয়ায় ভবিষ্যতে রেকর্ডটি হাতবদল হওয়ার সম্ভাবনা রয়েছে।

নাহিদ রানা নিজের তৃতীয় উইকেটটি নেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিনকে ফিরিয়ে। অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ছেড়ে দিতে গিয়ে ব্যাটে স্পর্শ করিয়ে বসেন আরভিন, যা সরাসরি চলে যায় জাকের আলীর গ্লাভসে। আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ নেয় বাংলাদেশ। আল্ট্রা এজে স্পষ্ট দেখা যায় বল ব্যাটে লেগেছে। ৮ রান করে ফিরে যান আরভিন। ৩৮ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৩৩ রান। উইকেটে আছেন উইলিয়ামস ও নতুন ব্যাটার মাধভেরে।

দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। এরপর শন উইলিয়ামস ও আরভিন কিছুটা প্রতিরোধ গড়েন এবং দলকে শতরানের ঘরে পৌঁছে দেন। উইকেটের অপেক্ষায় ছিল বাংলাদেশ।

ব্রায়ান বেনেটকে ফিরিয়ে দিনের দ্বিতীয় এবং নিজের দ্বিতীয় সাফল্য পান নাহিদ রানা। ৫৭ রান করে জাকের আলীর গ্লাভসে ধরা পড়েন বেনেট। এরপর ওয়েলচকে মাত্র ২ রানে বোল্ড করে দেন হাসান। ২৩ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৯২ রান। উইকেটে ছিলেন উইলিয়ামস ও নতুন ব্যাটার আরভিন।

প্রথম দিনে ব্যাট হাতে হতাশাজনক পারফরম্যান্সের পর মাত্র ১৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। পরে বল হাতে কোনো সাফল্য না পেয়ে ৬৭ রান তুলে দিন শেষ করে জিম্বাবুয়ে।

বৃষ্টিভেজা সিলেটের আকাশে মেঘ থাকলেও সময়মতোই শুরু হয় দ্বিতীয় দিনের খেলা। বল হাতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন নাহিদ রানা। দিনের তৃতীয় ওভারেই তিনি ফিরিয়ে দেন ওপেনার বেন কারেনকে। শর্ট বলে গা বাঁচাতে গিয়ে শর্ট লেগে ক্যাচ তুলে দেন কারেন। ৫৫ বল মোকাবিলা করে ১৮ রান করেন তিনি। ১৮ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ১ উইকেটে ৭৭ রান। উইকেটে ছিলেন বেনেট ও নতুন ব্যাটার ওয়েলচ।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...