27.9 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ সৌরভ গাঙ্গুলীর চমক, সামনে আসছে বায়োপিকও

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক

সম্প্রতি মুক্তি পেয়েছে নীরজ পাণ্ডের ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। সিরিজটির একটি প্রচারমূলক প্রোমোতেই চমকে দিয়েছেন ক্রিকেট কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী। পুলিশের পোশাকে পর্দায় হাজির হয়ে তিনি দর্শকদের নজর কাড়েন।

তবে এখানেই থেমে নেই চমক—সৌরভ গাঙ্গুলীকে নিয়ে তৈরি হচ্ছে একটি পূর্ণাঙ্গ বায়োপিক। নিজের জীবনের নানা দিক নিয়ে সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খোলেন ভারতের সাবেক এই অধিনায়ক।

সাক্ষাৎকারে উঠে আসে তাঁর ক্রিকেটজীবন, অভিনয়ের অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং রাজনীতিতে অংশগ্রহণের সম্ভাবনা—সব মিলিয়ে এক ব্যক্তিত্বপূর্ণ আলাপচারিতা।

এক প্রশ্নে সৌরভকে জিজ্ঞাসা করা হয়, বিরাট কোহলির মতো যদি তাঁর স্ত্রী নায়িকা হতেন এবং অভিনয় চালিয়ে যেতেন, তবে কি জীবন আরও চ্যালেঞ্জিং হয়ে উঠত? জবাবে সৌরভ বলেন,
“নায়িকা স্ত্রী মানেই বিচ্ছেদ আর সাধারণ ঘরের মেয়ের সঙ্গে বিয়ে মানেই বিচ্ছেদ হবে না—এ কথা কে বলেছে? তাহলে তো ঘরে ঘরে প্রতিদিন বিচ্ছেদ হতো না! প্রতিদিন তো অসংখ্য বিয়ে ভাঙছে। সব স্ত্রীয়ের কি পেশা অভিনয়? সবই নির্ভর করে স্বামী-স্ত্রীর পারস্পরিক বোঝাপড়ার উপর। সেটাই ঠিক থাকলে সব ঠিক থাকে।”

তিনি আরও বলেন, “তারকাদের বিচ্ছেদ নিয়ে কত ভুয়া খবর রটে, জানেন?”

বীরেন্দ্র শেবাগের প্রসঙ্গ টেনে সৌরভ বলেন, “যেমন ধরুন শেবাগ। ওদের দাম্পত্য জীবন দিব্যি চলছে। কোনো বিচ্ছেদ হয়নি। অথচ সংবাদমাধ্যমে এমন খবর রটে যে তাদের বিচ্ছেদ হয়েছে!”

ডোনা ও তাঁর দীর্ঘ ২৮ বছরের দাম্পত্য জীবন নিয়েও সৌরভ বলেন, “আমরা খুব সাধারণভাবে জীবন যাপন করি। যেমনটা আর পাঁচজন বাঙালি দম্পতি করে। মাথা ঠান্ডা রাখি। ব্যস্ততার কারণে রাগ করার সময়ও পাই না। অন্যদিকে ডোনাও অত্যন্ত শান্ত স্বভাবের, ধৈর্যশীলা এবং খুব ভালো মানুষ। তাই আমাদের মধ্যে কোনো সমস্যাই হয় না।”

রাজনীতিতে আসার সম্ভাবনা প্রসঙ্গে সৌরভ একেবারে স্পষ্টভাবে জানান, “আমি কখনো রাজনীতি করিনি, আর করবও না। বিশ্বাস করুন, রাজনীতি নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই। অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে দেখা হয়, কথা হয়, অনুষ্ঠানে ছবি তোলা হয়—আর তা দেখেই মানুষ ধরে নেয় আমি রাজনীতিতে যোগ দিচ্ছি। কিন্তু তা সত্য নয়।”

- Advertisement -spot_img
সর্বশেষ

বোরহানউদ্দিন উপজেলায় জুলাই শহীদদের সমাধিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাজ্ঞাপণ

আবু মাহাজ ,ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জুলাই শহীদদের সমাধিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধাজ্ঞাপণ করা হয়েছে। আজ ৫ আগষ্ট সকালে মান্যবর...