26 C
Dhaka
বৃহস্পতিবার, মে ১, ২০২৫

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কুড়িগ্রামের সুফিউর রহমান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
মোস্তফা কামাল মামুন, কুড়িগ্রাম প্রতিনিধি:

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমান।

তিনি প্রতিমন্ত্রীর মর্যাদায় এই নিয়োগ পেলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন।

গত রোববার (২০ এপ্রিল) প্রকাশিত মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদসচিব শেখ আব্দুর রশিদ প্রজ্ঞাপনে সই করেছেন।

অবসরে যাওয়ার আগে সাবেক কূটনীতিক সুফিউর রহমান জেনেভায় জাতিসংঘের দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেন। এর আগে তিনি অস্ট্রেলিয়া ও মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রতিমন্ত্রীর মর্যাদায় বিশেষ সহকারী হিসেবে সুফিউর রহমানকে নিয়োগদান করেছেন। রুলস অব বিজনেস ১৯৯৬ অনুযায়ী উপদেষ্টাকে সহায়তার জন্য সুফিউর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হলো

প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে সুফিউর রহমান প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন–ভাতা ও আনুষঙ্গিক সুযোগ–সুবিধা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা মোহাম্মদ সুফিউর রহমান একজন অভিজ্ঞ কূটনীতিক হিসেবে সুপরিচিত। অবসরে যাওয়ার আগে তিনি জেনেভায় জাতিসংঘের দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়া ও মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

১৯৯১ সালের জানুয়ারিতে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন। দীর্ঘ কূটনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে তাকে রাষ্ট্রদূতের পদে পদোন্নতি দেওয়া হয়।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে অভিজ্ঞ এই কূটনীতিকের নিয়োগকে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

পছন্দের কাজে থাকতে চাই—তাসনুভা তিশা

নিজেকে ভিন্নরূপে উপস্থাপন করতে সবসময় সচেষ্ট ছিলেন তাসনুভা তিশা। জনপ্রিয়তার মোহ নয়, বরং মানসম্পন্ন কাজের মাধ্যমে দর্শকের মনে জায়গা...