27.8 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫

হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
কৌশিক চৌধুরী, হিলি, দিনাজপুর প্রতিনিধি:

হিলিতে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

ছবি: প্রতিনিধি

এসব বিতরণ অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার মেজবাহুর রহমান, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামিউল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান,পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করা হয়েছে। তিনি আরো জানান ১০ জন ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে পাটের বীজ ১ কেজি, ৫ কেজি ডিএফপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। পরবর্তীতে সময়ে কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক ২ শিক্ষার্থী

খবরের দেশ ডেস্ক : ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক হয়েছেন দুই শিক্ষার্থী। পরে তাদের পুলিশে দেওয়া হলে...