31 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

টেকসই ভবিষ্যতের জন্য আঞ্চলিক সহযোগিতা ও তরুণদের উদ্ভাবন কাজে লাগাতে হবে: প্রধান উপদেষ্টা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস জলবায়ু পরিবর্তন ও নগর উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি তরুণদের সম্ভাবনা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।

আজ (রোববার) ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইএসসিএপি) ৮১তম অধিবেশনে ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসস-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীল ও টেকসই নগর উন্নয়নের জন্য আঞ্চলিক সহযোগিতা’ প্রতিপাদ্যে শুরু হওয়া এই অধিবেশনে ৫৩টি সদস্য রাষ্ট্র ও ৯টি সহযোগী সদস্য দেশ অংশ নিয়েছে।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। উদ্বোধনী অধিবেশনে ভিডিও বার্তায় দেওয়া বক্তব্যে অধ্যাপক ইউনূস অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু-সহনশীল নগর উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরেন।

তিনি দেশের সংস্কারমুখী অভিযাত্রা এবং ‘থ্রি জিরো ভিশন’— অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, বেকারত্ব নিরসন এবং নিট কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য— এসব বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

এই অধিবেশনটি বাংলাদেশের জন্য একটি কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। দেশটি এখান থেকে অভিজ্ঞতা বিনিময়, সহযোগিতা জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক ও রূপান্তরমূলক নগর সমাধানের মাধ্যমে ২০৩০ সালের টেকসই উন্নয়ন এজেন্ডা অর্জনে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।

সপ্তাহব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের তাৎপর্যপূর্ণ অবদান এবং অর্থবহ অংশীদারিত্ব গড়ে তোলার আশা প্রকাশ করা হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

কাপ্তাই হ্রদে তিন মাসের মাছ ধরা নিষিদ্ধ, বন্ধ থাকবে বরফকলও

নিউজ ডেস্ক দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে আজ বুধবার (৩০ এপ্রিল) দিবাগত মধ্যরাত থেকে শুরু হচ্ছে তিন...