28 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

রোহিঙ্গা সংকট নিয়ে কাতারে সেমিনারে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস: প্রেস উইং

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কাতার সফরে রোহিঙ্গা সংকট বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সেমিনারে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২১ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গা সংকট উত্থাপনের পূর্ববর্তী প্রস্তুতির অংশ হিসেবে এই সেমিনারটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। চার দিনের সফরে আজই কাতারের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধান উপদেষ্টা।

সফরকালে ড. ইউনূস কাতারভিত্তিক আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় একটি বিশেষ সাক্ষাৎকার দেবেন। এ ছাড়া রোহিঙ্গা বিষয়ক আড়াই ঘণ্টাব্যাপী সেমিনারে তিনি নেতৃত্ব দেবেন। সফরে এলএনজি আমদানি, ভিসা সহজীকরণ ও অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রেস সচিব। এ ছাড়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল–থানির সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

দোহা থেকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী ২৩ বা ২৪ এপ্রিল বাংলাদেশ ও কাতারের শীর্ষ নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। বৈঠকে বাণিজ্য ও জ্বালানি খাতে সহযোগিতা, ভিসা নীতিমালার সহজীকরণ এবং মধ্যপ্রাচ্যে বাংলাদেশি জনশক্তি রপ্তানির সুযোগ বাড়ানোর বিষয়গুলো আলোচনায় আসবে।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের বিষয়ে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, কাতারের আমিরের আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সফরে তাঁর সঙ্গে থাকছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

উল্লেখযোগ্যভাবে, দেশের ইতিহাসে প্রথমবারের মতো চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। তাঁরা হলেন—ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

এদিকে, দোহায় ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’। সম্মেলনটি আয়োজন করছে কাতার ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিষ্ঠিত গবেষণা প্রতিষ্ঠান আর্থনা সেন্টার ফর আ সাসটেইনেবল ফিউচার

দ্বিতীয়বারের মতো আয়োজিত এই সম্মেলনে কাতারের উষ্ণ ও শুষ্ক জলবায়ুতে টেকসই উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। এতে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও পরিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগিয়ে এক অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ গঠনের রূপরেখা তুলে ধরা হবে। শীর্ষ সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...