26 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

ভুলের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ, সিলেটে প্রথম ইনিংসে ব্যর্থতা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
স্পোর্টস ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষেও ‘মানসিক ভুলের’ ধারাবাহিকতা থেকে বের হতে পারল না বাংলাদেশ। একের পর এক ব্যাটিং বিপর্যয়ে সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটেও প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। তবে ঘূর্ণির জাদু দেখিয়ে মেহেদী হাসান মিরাজ জিম্বাবুয়েকে ২৭৩ রানে থামিয়ে দেন। ৮২ রানের লিড নিয়েও জিম্বাবুয়েকে থামানো যেন কিছুটা স্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

ব্যাটিংয়ে বাংলাদেশের ধস

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দুই ওপেনার সাদমান ইসলাম (১২) ও মাহমুদুল হাসান জয় (১৪) দ্রুত বিদায় নেন। দলীয় স্কোর তখন মাত্র ৩২। তিন নম্বরে নামা মুমিনুল হক ও চার নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ গড়লেও সেট হয়ে ফিরে যান। শান্ত করেন ৪০ রান, আর মুমিনুল খেলেন ৫৬ রানের ইনিংস। এরপরের ব্যাটারদের মধ্যে জাকের আলি ২৮ ও হাসান মাহমুদ ১৯ রান করে ইনিংসের কিছুটা রঙ বাড়ান মাত্র।

মুজুরাবানি-মাসাকাদজার শাসন

জিম্বাবুয়ের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করেন ব্লেসিং মুজুরাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা। দু’জনেই তিনটি করে উইকেট দখল করেন। বাকি চারটি উইকেট ভাগাভাগি করে নেন ভিক্টর নায়োচি ও রিচার্ড এন মেধেভেরে, দু’জনেই পান দুটি করে উইকেট।

জিম্বাবুয়ের দারুণ সূচনা

জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের ওপেনিং জুটিতে আসে ৬৯ রান। প্রথম দিন তারা ৬৭ রান তুলেও কোনো উইকেট হারায়নি। দ্বিতীয় দিনে ওপেনার ব্রায়ান বেনেট ৫৭ রানে ফিরলেও শন উইলিয়ামস ৫৯ রানের ইনিংস খেলেন। মেধেভেরে ২৪ ও উইকেটরক্ষক নায়াশা মায়োভি ৩৫ রান করেন। এনগ্রাভা ২৮ রানে অপরাজিত থাকেন।

মিরাজের ফাইফার ও রানার ঝলক

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন বাঁহাতি স্পিনার মেহেদী হাসান মিরাজ। তিনি ২০.২ ওভার বল করে মাত্র ৫২ রানে ৫ উইকেট তুলে নেন। অন্যদিকে, শুরুতে ছন্দে থাকা জিম্বাবুয়েকে চাপে ফেলেন তরুণ পেসার নাহিদ রানা। তিনি প্রথম চার উইকেটের তিনটি তুলে নিয়ে ম্যাচে ফেরান বাংলাদেশকে।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...