26 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

শ্রমিক আন্দোলনে নিহতদের ‘শহীদ’ স্বীকৃতি দেওয়ার সুপারিশ শ্রমবিষয়ক সংস্কার কমিশনের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে শ্রমবিষয়ক সংস্কার কমিশন। আজ সোমবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা এ প্রতিবেদন হস্তান্তর করেন।

প্রতিবেদনে ১৯৭৪ সালের গণ-অভ্যুত্থান ও শ্রমিক আন্দোলনে নিহত সব শ্রমিককে শহীদের স্বীকৃতি প্রদানের সুপারিশ করেছে কমিশন। পাশাপাশি তারা ২৫টি মূল সুপারিশকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে।

এসব সুপারিশের মধ্যে রয়েছে—শ্রম খাতে দুর্ঘটনা বা অবহেলার কারণে নিহতদের যথোপযুক্ত ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন এবং চিকিৎসার জন্য একটি সুসংগঠিত রাষ্ট্রীয় নীতি প্রণয়ন। একইসঙ্গে রানা প্লাজা, তাজরীন গার্মেন্টস ও হাসেম ফুডসহ আলোচিত শিল্প দুর্ঘটনাগুলোর দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার তাগিদও দেওয়া হয়েছে।

প্রতিবেদনে সব শ্রমিকের আইনি সুরক্ষা ও স্বীকৃতি নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেসসচিব আবুল কালাম আজাদ আজ সোমবার এক ফেসবুক পোস্টে জানান, “শ্রমবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে। এর মধ্যে আমার সবচেয়ে প্রিয় সুপারিশটি হলো কর্মপরিবেশে শ্রেণিভেদমূলক ‘তুই-তুমি’ সম্বোধনের চর্চা বন্ধ করা।”

- Advertisement -spot_img
সর্বশেষ

সব ধরনের জালানির দাম কমলো ১ টাকা

নিউজ ডেস্ক আগামীকাল থেকে সব ধরনের জ্বালানি তেল — ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোল — এর দাম গত মাসের চেয়ে...