Your Ads Here 100x100 |
---|
নিউজ ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। যদিও গত ১৬ ফেব্রুয়ারিতেই তাদের পরিচয়পত্রের কার্যকারিতা স্থগিত করা হয়, বিষয়টি প্রকাশ্যে আসে সোমবার।
এনআইডি ‘লকড’ হওয়ায় কার্ডগুলো আর ব্যবহারযোগ্য নয়। অর্থাৎ, সেগুলো আর ভেরিফিকেশন বা অন্যান্য সেবা গ্রহণে ব্যবহার করা যাবে না। তবে এনআইডি ‘লক’ থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভোট প্রদান কিংবা নির্বাচনে প্রার্থী হতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
শেখ হাসিনা ছাড়াও যাঁদের এনআইডি স্থগিত করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন—ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সিদ্দিক, ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক। এ ছাড়া রয়েছেন শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, তাঁর স্ত্রী শাহিন সিদ্দিক এবং তাঁদের মেয়ে বুশরা সিদ্দিক।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশেই মাস দুয়েক আগে এসব এনআইডি ‘লক’ করা হয়। বর্তমানে তিনি এনআইডি সংক্রান্ত বিষয়ে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন।
এর আগে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১১ মার্চ ঢাকার একটি আদালত শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্য, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং আওয়ামী লীগের নামে থাকা ১২৪টি ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেন।