33 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

দুই হাজার চিকিৎসক নিয়োগ: বিশেষ বিসিএস আগামী সেপ্টেম্বরে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ওই অনুষ্ঠানে রেলওয়ে হাসপাতালগুলো যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।

নূরজাহান বেগম বলেন, “আজ আমরা রেলওয়ে হাসপাতালগুলোর পরিচালনায় অংশ নিতে সম্মত হয়েছি। তবে এর বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। আমাদের লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব সাধারণ মানুষের জন্য এই সেবা উন্মুক্ত করা।”

বাংলাদেশ রেলওয়ের অধীন ১০টি হাসপাতাল পরিচালনার জন্য স্বাস্থ্যসেবা বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে এই সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে এসব হাসপাতালে মোট ৪৩১টি শয্যা রয়েছে, যা এতদিন শুধু রেলের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সংরক্ষিত ছিল। তবে এখন এসব হাসপাতাল সাধারণ মানুষের জন্যও উন্মুক্ত করা হবে।

স্বাস্থ্য উপদেষ্টা আরও জানান, দেশে বর্তমানে প্রায় আট হাজার চিকিৎসকের ঘাটতি রয়েছে। এই সংকট নিরসনে বিশেষ বিসিএসের মাধ্যমে দ্রুত নিয়োগ কার্যক্রম চালানো হবে।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “রেলের কর্মকর্তা-কর্মচারীদের জন্য যে সেবা বর্তমানে চালু রয়েছে, তা আগের মতোই অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে সই করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

- Advertisement -spot_img
সর্বশেষ

বেরোবিতে ভর্তির নামে প্রতারণা, ১ যুবক আটক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, রংপুর: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভর্তি করে দেওয়ার নামে অর্থ নিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে...