33.5 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

কারাগার থেকে শীতের সোয়েটার হারানোর অভিযোগ পলকের, কর্তৃপক্ষ বলছে ‘বানোয়াট’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক কারাগার থেকে দুটি শীতের সোয়েটার হারিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীদের উদ্দেশে তিনি এই অভিযোগ করেন। তবে এই অভিযোগকে ‘ভিত্তিহীন ও বানোয়াট’ বলে মন্তব্য করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন।

আইনজীবীদের উদ্দেশে পলক বলেন, “আগামী শীতকাল পর্যন্ত কারাগারে থাকতে হবে কি না, জানি না। কিন্তু আমার দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে। যদি সে পর্যন্ত থাকতে হয়, তাহলে আবার সোয়েটার জোগাড় করতে হবে।”

আজ সোমবার বিভিন্ন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, জুনাইদ আহ্‌মেদ পলক ও তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুনানি শেষে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন সাংবাদিকদের জানান, কাঠগড়ায় দাঁড়িয়ে তার মক্কেল জানিয়েছেন, কারাগার থেকে তার দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে।

এ বিষয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, “আলোচনায় থাকার জন্য জুনাইদ আহ্‌মেদ পলক প্রায়শই উদ্ভট দাবি করে থাকেন। সোয়েটার হারিয়ে যাওয়ার ঘটনাটিও ঠিক তেমনই এক উদ্ভট দাবি। কারাগার থেকে কোনো বন্দীর মালামাল হারানোর সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “যদি কোনো বন্দী কারাগার থেকে কাপড়চোপড় বাইরে পাঠাতে চান, তা হলে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে কারারক্ষীরা তা তার স্বজনদের কাছে হস্তান্তর করেন।”

পলকের আইনজীবীর দাবিকেও অগ্রহণযোগ্য ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন কারা কর্তৃপক্ষ।

- Advertisement -spot_img
সর্বশেষ

পুঠিয়ায় হায়নার কামড়ে ৪জন আহত

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলা বানেশ্বর ইউনিয়নের শিবপুর এলাকায় গতকাল ৩১ জুলাই ভোর রাতে এক পশুর...